মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিলেন আনন্দীবেন প্যাটেল
Last Updated:
গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়ে পদত্যাগ পত্র জমা দিলেন আনন্দীবেন প্যাটেল ৷
গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়ে পদত্যাগ পত্র জমা দিলেন আনন্দীবেন প্যাটেল ৷ রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের পদ থেকে অব্যাহতি চেয়ে বিজেপি নেতৃত্বকে ইতিমধ্যেই নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি ৷ সূত্রের খবর, পদত্যাগের পর রাজ্যপালের পদে অভিষিক্ত হতে পারেন আনন্দীবেন প্যাটেল ৷
গুজরাটের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ফেসবুকে একটি চিঠি পোস্ট করে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ৷ চিঠিতে তিনি জানিয়েছেন, দু’মাস আগেই দলীয় বৈঠকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি ৷ আনন্দীবেনের মতে, মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব নেওয়ার আগে নতুন কারোর প্রস্তুতির জন্য দু’মাস সময় যথেষ্ট ৷ তাই সেই সময় সম্পূর্ণ হওয়ায় এবার দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন তিনি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2016 1:22 PM IST

