#কলকাতা: চাপে পড়ে পিছু হঠল আমরি। ঐত্রির পরিবারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার। বিবৃতি দিয়ে জানাল আমরি কর্তৃপক্ষ। পরিবারের প্রতি সহানুভূতিশীল বলেও জানানো হয়েছে আমরির তরফে।
একইসঙ্গে ঐত্রির পরিবারের কাছে ক্ষমা চেয়েছে আমরি কর্তৃপক্ষ ৷ ঐত্রি দে-র বাবা ও মায়ের সামনে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন আমরির আধিকারিক রাজেশ পারেখ ৷ দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার জন্য সাতদিন সময় চেয়ে নিয়েছেন তারা ৷
এদিকে, আজ দুপুর থেকে মুকুন্দপুর আমরির সামনে অবস্থানে ঐত্রির মা-বাবা। তাদের কালো ব্যাজ পরে মিছিল করেন। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ দেখান আরও অনেকে। এই পরিস্থিতিতে ঐত্রির মা-বাবার সঙ্গে দেখা করেন আমরির আধিকারিকরা। ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়। পাশাপাশি, ৭ দিনের মধ্যে প্রয়োদনীয় পদক্ষেপ করার আশ্বাস।
মুকুন্দপুর আমরিতে শিশু মৃত্যুর ঘটনায় শুক্রবারই সাসপেন্ড করা হয়েছে ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায়কে ৷ সঙ্গে চিকিৎসায় গাফিলতি নিয়ে তদন্তের নির্দেশ মুকুন্দপুর আমরি কর্তৃপক্ষের ৷ কীভাবে মৃত্যু আড়াই বছরের ঐত্রির? তদন্ত করবে ৬ সদস্যের কমিটি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।