Home /News /kolkata /
আমরির চিকিৎসা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবেন মৃত শিশুর বাবা-মা

আমরির চিকিৎসা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবেন মৃত শিশুর বাবা-মা

Photo: News18 Bangla

Photo: News18 Bangla

ভুল চিকিৎসার অভিযোগে আমরিতে শিশু মৃত্যু ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মৃত শিশুর বাবা-মা ৷

 • Share this:

  #কলকাতা: ভুল চিকিৎসার অভিযোগে আমরিতে শিশু মৃত্যু ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মৃত শিশুর বাবা-মা ৷ আমরির চিকিৎসা নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে তাঁদের ৷ মুখ্যমন্ত্রীকে সব অভিযোগই তাঁরা জানাবেন বলে জানিয়েছেন শিশুটির বাবা-মা ৷

  পূর্ব যাদবপুর থানায় ইতিমধ্যেই আমরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর পরিবার ৷ শিশুর মা শম্পা দে জানান, ‘‘ আমরা কোনও রোগের কথা লুকাইনি ৷ ও সুস্থই ছিল ৷ হাসপাতাল এখন দায় এড়াতে ভিত্তিহীন দাবি করছে ৷ আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব ৷ জয়ন্তী চট্টোপাধ্যায় ও চিকিৎসক জয়তী সেনগুপ্তের শাস্তি চাই ৷ ’’

  ছিল না অক্সিজেন মাস্ক । কাজ করেনি প্রেসার মাপার যন্ত্রও । মুকুন্দপুর আমরিতে আড়াই বছরের শিশুর মৃত্যুতে উঠেছে এমনই ভয়াবহ অভিযোগ। মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসকও। অথচ হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের। উল্টে শিশুর পরিবারের সঙ্গে হাসপাতালের ইউনিট হেডের দুর্ব্যবহার চমকে দেবে সকলেকে।

  সহানুভূতি দূরে থাক। গলায় রীতিমত ধমকানির সুর। মাত্র কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে আড়াই বছরের ঐত্রি দের। তার মায়ের অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরই শুরু হয় শ্বাসকষ্ট। অক্সিজেন মাস্ক পাওয়া যায়নি। কিন্তু মৃত্যু নিয়ে প্রশ্ন করতে গিয়ে রীতিমত দুর্ব্যবহারের শিকার হতে হয় শিশুর পরিবারকে। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে মুকুন্দপুরের ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায়ের ব্যবহার চমকে দেয় সকলকে।

  হাসপাতালের ইউনিট হেডের দাবি

  ‘‘এখানে গন্ডগোল নেই...আপনারা গন্ডগোল করার চেষ্টা করবেন না.. ঝামেলা করবেন না, একেবারে ঝামেলা করবেন না .......সবাই আপনারা ঝামেলা করছেন.. নেগলিজেন্স আগে প্রমাণ হোক..তারপর বলেন..বাচ্চার মা ডাক্তার নয়..আস্তে কথা বলুন.. আমি চিৎকার করছি না..আপনারা চিৎকার করছেন..কে আপনি? আপনারা সবাই আত্মীয়, আপনারাই চিন্তা করছেন..আর আমরা কিছুই করছি না.. এখানে মস্তানি করবেন না..আমার চেয়ে বড় মস্তান আর কেউ নেই.. ’’

  হৃদরোগে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুর দাবি করেছেন আমরির চিকিৎসক বিচিত্রভানু সরকার। অথচ যাঁর অধীনে চিকিৎসা চলছিল ঐত্রির, সেই জয়িত্রী সেনগুপ্ত শিশুর মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

  চাপে পড়ে তদন্তের কথা বলেন আমরির সিইও। কারণ জানতে ময়নাতদন্তের কথাও বলেন তিনি।অভিযোগ, পাল্টা অভিযোগে দিনভর উত্তপ্ত ছিল আমরি চত্বর। মুখ্যমন্ত্রী বার বার চিকিৎসা কর্মীদের ব্যবহারের উপর জোর দিয়েছেন। এদিনের ঘটনায় ফের বেআব্রু বেসরকারি হাসপাতালের চিত্রটা।

  First published:

  Tags: AMRI Child Death, AMRI Death, CM Mamata Banerjee, Parents

  পরবর্তী খবর