• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ভয়ঙ্কর আমফান!‌ কলকাতায় ঝড় বইতে পারে ১৩০ কিমি বেগে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভয়ঙ্কর আমফান!‌ কলকাতায় ঝড় বইতে পারে ১৩০ কিমি বেগে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বুধবার সন্ধ্যে নাগাদ রাজ্যে আছড়ে পড়বে ঝড়। সেই কারণেই কলকাতায় প্রভাব পড়বে সরাসরি।

 • Share this:

  #‌কলকাতা:‌ বুধবার আমফানের তীব্রতা বাড়বে। আর তাতেই কলকাতা শহরে ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। ‌মঙ্গলবার জানানো হয়েছে, বুধবার সন্ধ্যে নাগাদ রাজ্যে আছড়ে পড়বে ঝড়। সেই কারণেই কলকাতায় প্রভাব পড়বে সরাসরি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর ও দক্ষিণ ২৪ এবং পূর্ব মেদিনীপুরে সরাসরি সবচেয়ে বেশি প্রভাব পড়বে। তবে তারপরেই প্রভাবিত হবে কলকাতাও। কলকাতাতে মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে। সকাল থেকে মেঘলা আকাশ ছিলই, বিকেলের দিকে বা রাতের দিকে বাড়তে পারে বৃষ্টির তীব্রতা। বুধবার সকালে ঝড়ের গতি বাড়তে পারে। আমফান আছড়ে পড়ার পর বুধবার কলকাতায় ঝড়ের গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

  সেই কারণেই সরাসরি ক্ষয়ক্ষতি হতে পারে শহরে। কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে। অনেক জায়গায় গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইলেকট্রিকের পোল ও ফোন কমিউনিকেশ লাইন ক্ষতিগ্রস্থ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তা। স্বাভাবিক কারণে দফতরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কাল শহরের বড় দোকান, শপিং মল যেন বন্ধ রাখা হয়, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি, ‘‌ফ্লাইং অবজেক্ট’ বা যেগুলি সহজে হাওয়ায় উড়ে যেতে পারে, সেগুলিকে সরিয়ে নিতেও বলা হয়েছে। নির্দিষ্ট সময়ে বাড়ির বাইরে না যেতে আবেদন করা হয়েছে। পাশাপাশি, পার্ক ও বিভিন্ন অ্যামিউজমেন্ট রাইড বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ হাওয়ার গতি বেশি হলে, সেগুলিতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ‌

  Published by:Uddalak Bhattacharya
  First published: