হোম /খবর /কলকাতা /
Amphan Cyclone: যত রহস্য বঙ্গোপসাগরে ! পর-পর ঘূর্ণিঝড়ের দায়ী কি উষ্ণ সাগর?

Amphan Cyclone: যত রহস্য বঙ্গোপসাগরে ! পর-পর ঘূর্ণিঝড়ের দায়ী কি উষ্ণ সাগর?

Representational Image

Representational Image

‌‘ওয়েদার আন্ডারগ্রাউন্ড‌’ নামে একটি ওয়েবসাইটে বিশ্বের ৩৫টি সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে। যার ২৬টি-র জন্মই বঙ্গোপসাগরে। কেন এই সাগরের এত রুদ্ররোষ ?

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বঙ্গোপসাগরেই লুকিয়ে যত রহস্য। একের পর এক বিধ্বংসী ঘুর্ণিঝড়ের আঁতুরঘর জুড়ে কেন এত তোলপাড়? ‌‘ওয়েদার আন্ডারগ্রাউন্ড‌’ নামে একটি ওয়েবসাইটে বিশ্বের ৩৫টি সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে। যার ২৬টি-র জন্মই বঙ্গোপসাগরে। কেন এই সাগরের  এত রুদ্ররোষ ?

বেঙ্গল সাইক্লোন, ক্যালকাটা সাইক্লোন, ভোলা, সুপার সাইক্লোন, আয়লা, বুলবুল, আমফান.......একের পর এক ঘুর্ণিঝড় উঠে এসেছে বঙ্গোপসাগর থেকে। তুলনামূলক ভাবে আরবসাগর, ভারত মহাসাগরের তুলনায় বঙ্গোপসাগর থেকে অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসে ভারতের স্থলভাগে। পরিসংখ্যান বলছে, বিশ্বের ইতিহাসে প্রতি দশটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মধ্যে ৮টি সৃষ্টি হয় বঙ্গোপসাগরে ৷ নথিবদ্ধ ইতিহাসে ৩৬ টি ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে ২৬ টিরই জন্মস্থান বঙ্গোপসাগরে ৷

ভূতাত্ত্বিকদের মত, বঙ্গোপসাগরের ত্রিভুজাকৃতি ও অগভীর তলদেশই ঘূর্ণিঝড় তৈরির আসল কারণ।বঙ্গোপসাগরের জলতলের তাপমাত্রা ও আর্দ্রতা ঘূর্ণিঝড় তৈরির আদর্শ ৷ সারাবছর বঙ্গোপসাগরের জলতলের তাপমাত্রা থাকে ২৮ ডিগ্রি সেলসিয়াস ৷ ক্রমাগত বৃষ্টি ধরে রাখে আর্দ্রতা ৷ ফলে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় থেকে মহাঘূর্ণিঝড়ে পরিণত হতে বেশি সময় লাগে না ৷

পাশাপাশি, বিশ্ব উষ্ণায়নের প্রকোপে ঘূর্ণিঝড়ের প্রস্তুতক্ষেত্র আরও উর্বর হয়েছে উত্তাল বঙ্গোপসাগরের বুকে ৷ এর কারণ কী ? আবহাওয়াবিদরা বলছেন, সামুদ্রিক জলোচ্ছাস সবচেয়ে ভয়ংকর হয়ে উঠে অবতল আকৃতির অগভীর বে বা উপসাগরে ৷ মৌসুমি ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন এরকম জায়গায় সাগরের জলকে ঠেলতে থাকে, তখন ফানেল বা চোঙার মধ্যে তরল যে আচরণ করে, এখানেও তাই ঘটে, সাগরের ফুঁসে উঠা জল চোঙা বরাবর ছুটতে থাকে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Amphan, Cyclone Amphan