#কলকাতা: কলকাতায় ১৩০ কিমি বেগে কলকাতার উপর দিয়ে বইছে ভয়ঙ্কর আমফান ! যত সময় এগোচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে আমফান ৷ ইতিমধ্যেই আমফান তাঁর শক্তি প্রদর্শন শুরু করেছে বাংলায় ৷ দুপুর গড়াতেই বেড়ে চলেছে আমফানের তাণ্ডব ৷ মারাত্মক জোরে হাওয়া, বৃষ্টিতে নাজেহাল কলকাতা শহর ৷ ইতিমধ্যেই শহরের বহু রাস্তায় গাছপালা ভেঙে পড়ার খবর রয়েছে ৷ তুফান হাওয়ায় তটস্থ ঘরবন্দি মানুষেরা ৷ ঝড়ের গতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
ইতিমধ্যেই একাধিক এলাকায় বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে গাছ পড়ে যাওয়ায় ৷ ঝড়ের তীব্রতা এতটাই যে উত্তর ২৪ পরগনায় ৫২০০ টি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে ৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের । আশঙ্কায় গৃহবন্দি হয়ে সেই প্রহর গুণছে শহরবাসী ।
আমফানের তাণ্ডব শুরু হতেই অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ হাওড়ায় মৃত কিশোরীর নাম লক্ষ্মী কুমারী সাউ, বয়স ১৩ বছর ৷ পাশাপাশি ৫৬ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে মিনাখায় ৷ নাম নুরজাহান বেওয়া ৷ আমফানের প্রভাবে ইতিমধ্যেই দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি উড়ে গিয়েছে চাল। কলকাতার একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ ৷ সব মিলিয়ে একেবারে লণ্ডভণ্ড অবস্থা ৷ সন্ধে সাতটা নাগাদই কলকাতায় আমফানের তাণ্ডব বাড়ার পূর্বাভাস ছিল ৷ এই ঝড়ের ধ্বংসলীলা আগামী কয়েক ঘণ্টায় আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ৷