• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ১৮০ কিলোমিটার বেগের ঘূর্ণিঝড়! রাজ্যে ঠিক কতটা ক্ষতি করতে পারে আমফান

১৮০ কিলোমিটার বেগের ঘূর্ণিঝড়! রাজ্যে ঠিক কতটা ক্ষতি করতে পারে আমফান

আমফান নিয়ে তৎপর কলকাতা পুরসভা। প্রতি বরোয় থাকবে বিপর্যয় মোকাবিলা দল, গাছ পড়লে দ্রুত রাস্তা পরিষ্কারের ব্যবস্থা। কোনও বিল্ডিংয়ের ক্ষতি হলেও তা নজরে রাখবে কলকাতা পুরসভার আধিকারিকরা। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পুরসভার কন্ট্রোল রুম।

আমফান নিয়ে তৎপর কলকাতা পুরসভা। প্রতি বরোয় থাকবে বিপর্যয় মোকাবিলা দল, গাছ পড়লে দ্রুত রাস্তা পরিষ্কারের ব্যবস্থা। কোনও বিল্ডিংয়ের ক্ষতি হলেও তা নজরে রাখবে কলকাতা পুরসভার আধিকারিকরা। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পুরসভার কন্ট্রোল রুম।

দিঘা মন্দামনি থেকে পর্যটকদের সরানো হয়েছে। ২১ মে-এর আগে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে না করা হচ্ছে।

 • Share this:

  #কলকাতা: হাতে আর কয়েক ঘণ্টা, তার পরেই রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আমফান। দিঘা থেকে মাত্র ৬৩০ কিলোমিটার দূরে দা়ঁড়িয়ে ফুসছে আমফান। আবহবিদরা স্পষ্ট বলছেন এই ঝড় ১৫৫- ১৮৫ কিলোমিটার বেগে আছ়ড়ে পড়তে পারে। কত বড় বিপর্যয় হতে পারে আমফানের ফলে, সে বিষয়ে একটা আভাস দিল মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট।

  কেন্দ্রীয় আবহাওয়া দফতর স্পষ্ট জানাচ্ছে,. আমফান অভিমুখ বদলছে। শক্তি বাড়িয়ে এখন তা সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এই ঝড় জোরালো প্রভাব ফেলবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণায়। উপকূলবর্তী অঞ্চলগুলি প্লাবিত হতে পারে ঝড়ের দাপটে।

  ক্ষয়ক্ষতির সম্ভাবনা ঠিক কতটা?

  মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্টের কথায়-

  পুরনো পাকাবাড়ি এবং ছোট কাঁচা বাড়িগুলি নষ্ট হতে পারে ঝড়ের প্রভাবে।

  উপড়ে যেতে পারে বিদ্যুতের খুঁটি।

  উড়ে আসা ভারী বস্তুর কারণেও ক্ষয়ক্ষতি হতে পারে।

  সমুদ্রে নোঙর করা নৌকো, ছোট জাহাজ উল্টে যেতে পারে।

  বহু তাল-নারকেল জাতীয় গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

  শস্যের ক্ষয়ক্ষতি হতে পারে।

  বিচ্ছিন্ন হতে পারে রেল যোগাযোগ।

  এই অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিঘা মন্দামনি থেকে পর্যটকদের সরানো হয়েছে। ২১ মে-এর আগে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে না করা হচ্ছে। আবহবিদদের মতে, সুন্দরবনের কাকদ্বীপ-সাগরদ্বীপ অঞ্চলে বড় ক্ষয়ক্ষতি করতে পারে আমফান। সেই দিকে নজর রাখছে উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য প্রশাসন।

  Published by:Arka Deb
  First published: