#কলকাতা:একে করোনা, এবার তার ওপর আমফান তাণ্ডব ! ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একেবারে নাজেহাল অবস্থা কলকাতা, হাওড়া, দীঘা, কাকদ্বীপ, বাসন্তিতে ৷ ঝড়ের দাপটে কলকাতা শহরসহ রাজ্যের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে, বাড়ি ভেঙে পড়ার খবরও রয়েছে ৷ ঝড়ের
তাণ্ডবে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের ৷
ভিডিওতে দেখে নিন আমফানের পরে কী অবস্থা রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে ৷
দেখুন ভিডিও---