Home /News /kolkata /
Amphan Cyclone: যেন মহাপ্রলয় এসেছে ! কলকাতা-সহ ৭ জেলায় তাণ্ডব চালাচ্ছে আমফান

Amphan Cyclone: যেন মহাপ্রলয় এসেছে ! কলকাতা-সহ ৭ জেলায় তাণ্ডব চালাচ্ছে আমফান

Photo Courtesy: Windy.com

Photo Courtesy: Windy.com

বুধবার সন্ধে সাতটা নাগাদই কলকাতায় আমফানের তাণ্ডব বাড়ার পূর্বাভাস ছিল ৷ এই ঝড়ের ধ্বংসলীলা আগামী কয়েক ঘণ্টায় আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ৷

 • Share this:

  #কলকাতা: পূর্বাভাস মতোই ধ্বংসলীলা শুরু করে দিয়েছে আমফান ! স্থলভূমিতে ঢুকে পড়ার পর থেকেই দাপট চলছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ৷ সুন্দরবন অঞ্চল তো বটেই, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় এখন তাণ্ডব চালাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান ৷ কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র অর্থাৎ আই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অর্ধেকটা ঢুকে পড়ে স্থলভাগে। সাড়ে ছ’টার  পর পুরো ‘চোখ’ই ঢুকে পড়ে স্থলভাগে।

  আমফানের লাইভ অবস্থান জানতে ক্লিক করুন---> AMPHAN LIVE

  আমফানের তাণ্ডব শুরু হতেই অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ হাওড়ায় মৃত কিশোরীর নাম লক্ষ্মী কুমারী সাউ, বয়স ১৩ বছর ৷ পাশাপাশি  ৫৬ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে মিনাখায় ৷ নাম নুরজাহান বেওয়া ৷ আমফানের প্রভাবে ইতিমধ্যেই দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি উড়ে গিয়েছে চাল। কলকাতার একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ ৷ সব মিলিয়ে একেবারে লণ্ডভণ্ড অবস্থা ৷ সন্ধে সাতটা নাগাদই কলকাতায় আমফানের তাণ্ডব বাড়ার পূর্বাভাস ছিল ৷ এই ঝড়ের ধ্বংসলীলা আগামী কয়েক ঘণ্টায় আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Amphan, Cyclone Amphan

  পরবর্তী খবর