হোম /খবর /কলকাতা /
নভেম্বরের শুরুতেই রাজ্যে অমিত শাহ, বাংলায় কোমর বেঁধে ভোট প্রস্তুতি বিজেপি-র

নভেম্বরের শুরুতেই রাজ্যে অমিত শাহ, বাংলায় কোমর বেঁধে ভোট প্রস্তুতি বিজেপি-র

পাখির চোখ ২১ ৷ বছর শেষে উৎসবের মরশুমে ঘর গোছাতে ফের বাংলা সফর অমিত শাহের ৷ ২ দিনের রাজ্য সফরে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ এখানে পৌঁছছেন শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতার সম্মানে এলাহি আয়োজন ৷ বিশেষত খাবার মেনুতে রয়েছে বিশেষ বিশেষ পদ ৷ File PhotoFile Photo

পাখির চোখ ২১ ৷ বছর শেষে উৎসবের মরশুমে ঘর গোছাতে ফের বাংলা সফর অমিত শাহের ৷ ২ দিনের রাজ্য সফরে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ এখানে পৌঁছছেন শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতার সম্মানে এলাহি আয়োজন ৷ বিশেষত খাবার মেনুতে রয়েছে বিশেষ বিশেষ পদ ৷ File PhotoFile Photo

প্রাথমিক ভাবে ঠিক ছিল, আগামী ৬ এবং ৭ নভেম্বর রাজ্যে আসবেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা৷ কিন্তু সেই সূচিতে পরিবর্তন হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: দুর্গা পুজো মিটতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নামছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ বিহারে ভোটপর্ব মেটার আগেই ফের এ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আগামী ৫ ও ৬ নভেম্বর রাজ্যে আসছেন শাহ৷ বিধানসভা ভোটের জন্য দলের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

জানা গিয়েছে, মূলত চারটি সাংগঠনিক জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ৷ নভেম্বরের ৫ তারিখ বর্ধমান ও মেদিনীপুর জোনের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পরের দিন কলকাতা ও নবদ্বীপ জোনের নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি৷ শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষই এ কথা জানিয়েছেন৷

প্রাথমিক ভাবে ঠিক ছিল, আগামী ৬ এবং ৭ নভেম্বর রাজ্যে আসবেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা৷ কিন্তু সেই সূচিতে পরিবর্তন হয়েছে৷ আপাতত নাড্ডার জায়গায় রাজ্যে আসছেন শাহ৷ রাজ্য বিজেপি নেতৃত্ব অবশ্য উৎসবের মরশুমে দু' জনকেই রাজ্যে এসে নেতা, কর্মীদের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেছিল৷ করোনা আক্রান্ত হওয়ার পর এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন অমিত শাহ৷ সেই কারণেই তিনি রাজ্যে আসার সিদ্ধান্ত নিয়েছেন৷ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যে বিজেপি-প সংগঠনকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে৷ এর মধ্যে উত্তরবঙ্গ জোনের নেতৃত্বের সঙ্গে পুজোর আগেই গত ১৭ অক্টোবর বৈঠক করে যান বিজেপি সভাপতি জে পি নাড্ডা৷ এবার বাকি চারটি জোনের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ৷

ইতিমধ্যেই রাজ্য বিজেপি-র সাংগঠনিক স্তরে বড় একটি পরিবর্তন করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ের জায়গায় দায়িত্বে আনা হয়েছে অমিতাভ চক্রবর্তীকে৷ এ বছরের শেষ দিকেই পশ্চিমবঙ্গে শিল্প সম্মেলন করার ঘোষণা করেছে বিজেপি৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Amit Shah, BJP