Home /News /kolkata /
CRPF না থাকলে বাংলা থেকে বেঁচে ফিরতাম না: অমিত শাহ

CRPF না থাকলে বাংলা থেকে বেঁচে ফিরতাম না: অমিত শাহ

 • Share this:

  #নয়াদিল্লি: চাপের মুখে বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনায় তৃণমূলকে পাল্টা তোপ অমিত শাহের। বিদ্যাসাগরের মূর্তি কারা ভাঙল?' 'কলেজের ভিতরে ছিলেন তৃণমূলকর্মীরা'। মিথ্যা সহানুভূতি কুড়োতে মূর্তি ভেঙেছে তৃণমূলই। দাবি বিজেপি সভাপতির। তিনি আরও বলেন সিআরপিএফ না থাকলে বেঁচে ফিরতেন না বাংলা থেকে ৷ এর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন ৷

  সাংবাদিক বৈঠকে শাহ বলেন, লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফা সমাপ্ত হয়ে গিয়েছে ৷ ৬টি দফায় বাংলা ছাড়া আর কোনও রাজ্যে হিংসা বা অশান্তি হয়নি ৷ তিনি আরও বলেন, ‘আমি মমতাজিকে বলতে চায় আপনি কেবল ৪২টি আসনে নির্বাচন লড়ছেন কিন্তু বিজেপি দেশের সমস্ত রাজ্যে নির্বাচন লড়ছে ৷ কিন্তু বাংলা ছাড়া আর কোনও রাজ্যে হিংসা, অশান্তি ছড়ায়নি ৷ কিন্তু বাংলায় প্রত্যেক দফায় হিংসার ঘটনা ঘটেছে ৷ এর মানে একটাই যে TMC হিংসা ছড়াচ্ছে ৷’

  শাহের দাবি রোড শো শুরু হওয়ার আগেই ওখানকার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছিল ৷ রোড শোতে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন ৷ প্রায় আড়াই ঘণ্টা ধরে শান্তিপূর্ণ ভাবে রোড শো চলে ৷ তিনবার হামলা করা হয় ৷ এবং তৃতীয় বার ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটেছে ৷

  ভোটব্যাঙ্কের জন্য মণীষীদের মূর্তি ভাঙচুর করার একটাই মানে হয় যে তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে বলে দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ৷

  First published:

  Tags: Elections 2019, Lok Sabha elections 2019, Vidyasagar College Ransack, Vidyasagar Statue smashed, West Bengal Lok Sabha Elections 2019

  পরবর্তী খবর