কলকাতা: অমিত শাহের বঙ্গ সফরকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই সফরের আগে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাদের প্রাপ্ত অর্থ পুরোপুরি আটকে রেখেছে। গোটা ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে, বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য কোনও তহবিল মঞ্জুর করেনি কেন্দ্র। এখনও পর্যন্ত, ৭ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য কেন্দ্রীয় তহবিল এখনও আসেনি। এর ফলে গত এক বছর ধরে ১৭ লক্ষ পরিবারকে সমস্যায় পড়তে হয়েছে।
তৃণমূলের দাবি, ঠিক একই ভাবে বাংলা আবাস যোজনায় সরকারি সাহায্যের জন্য ১১ লক্ষ ৩৬ হাজার পরিবারকে চিহ্নিত করা হলেও তা এখনও কার্যকর করা যায়নি। কারণ, ওই খাতে কেন্দ্রের থেকে প্রাপ্য ৮,২০০ কোটি টাকা এখনও বাংলা পায়নি বলে তৃণমূলের অভিযোগ। সব মিলিয়ে মোদির সরকার বাংলার ‘ন্যায্য প্রাপ্য’ ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে বলে অভিযোগ তৃণমূলের৷
আরও পড়ুন: ঠিক যেন সিনেমার মতো! জেলে বসেই খুনের 'সুপারি', গ্যাংস্টার আমন সিং-কে জেরা সিট-এর
তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে, সম্প্রতি দিল্লিতে তাদের ২৫ জন সাংসদ দেখা করতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে। যদিও সেদিন কেন্দ্রীয় মন্ত্রীর দেখা পাননি সাংসদেরা। যদিও এই দেখা না হওয়া নিয়ে, পাল্টা কটাক্ষ ছুঁড়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ করা হয়েছে, তিনি দিল্লিতে থেকেও দেখা করেননি৷ ফলে পঞ্চায়েত ভোটের আগে, বিজেপি যেমন এই সফরকে গুরুত্ব দিচ্ছে তাদের দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য। তেমনই, তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনাকে হতিয়ার করে প্রচারে নামছে।
তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসছেন রাজ্যে। শুনলাম তিনি রাজ্যে এসে থাকবেন। তবে বাঙালি সংস্কৃতি অনুযায়ীতে চৈত্র সংক্রান্তিতে থাকতে নেই। আসলে বিজেপি, গুজরাতের সংস্কৃতি এখানে আমদানি করতে চাইছেন। প্রধানমন্ত্রী বলেছিলেন দুর্নীতিগ্রস্ত লোকেদের জায়গা নেই৷ তখন সারদা-নারদায় নাম থাকা ব্যক্তি কী করে পদে থাকেন? চাকরি দেওয়ার নামে যার অভিযোগ এসেছে তাকেও কি করে পদে রাখা হয়? বিরোধী দলের পেট খারাপ হলেই সিবিআই চলে যায়৷ আর প্রধানমন্ত্রী যা বলেছিলেন, তার দল সেটা মানছে না।’’
আরও পড়ুন: আজ রাজ্যে অমিত শাহ! প্রথমে অনুব্রত গড়ে সভা, তারপরে কলকাতায় বৈঠক, দিনভর শাহী সফরে নজর
তৃণমূল নেতার কথায়, ‘‘বলা হয়েছিল সকলের ঘরে ছাদ হবে। আর কেন্দ্রীয় সরকারের থেকে প্রাপ্ত অর্থ রাজ্যের মানুষ পাচ্ছে না। তৃণমূল কংগ্রেস জিরো টরালেন্স দেখায়। এক্ষেত্রে ১৭ লক্ষ মানুষের অর্থ কেন আটকে রাখা হচ্ছে? যদি ২০ জনের বিরুদ্ধেও অভিযোগ পাওয়া যায়, দল তাদের পাশে দাঁড়িয়ে থাকবে না। ওদের বিধায়কের সংখ্যা মনে রাখতে পারি না। তবে এতগুলো বিধায়ক ও ১৮ সাংসদ আছে। তারা দিল্লিতে গিয়ে বলছেন, বাংলা যেন টাকা না পায়। বিরোধী দলনেতা বলে চলেছেন বাংলার মানুষ যেন টাকা না পায়। বাংলার মানুষকে ভাতে মেরে এই বিজেপি সমর্থন আদায় করতে চাইছেন। এছাড়া ওদের ভাষা সংস্কৃতি কোথায় আজ৷ প্রতিদিন নানা ভাষায় অপমান করছেন। আশা করব ভাষা সন্ত্রাস বন্ধ করবেন।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah