#কলকাতা: এক সফরের জের কাটতে না কাটতেই বিজেপি সেনাপতি অমিত শাহের পরবর্তী কর্মসূচী তৈরি ৷ দলীয় সূত্রে খবর, নতুন বছরের শুরুতেই ফের রাজ্যে প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ শোনা গিয়েছে এবার গন্তব্য হাওড়া ৷
দলের সূত্রে খবর, স্বামী বিবেকানন্দের জন্মদিনের পুণ্যতিথিতেই বাংলায় ফের পা রাখতে চলেছেন বিজেপির সেনাপতি ৷ ২১-এর ভোটযুদ্ধের লক্ষ্যে বাঙালির ভাবাবেগকে ছুঁতে শাহের প্রতি সফরেই কোনও কোনও মণীষী অথবা স্বাধীনতা সংগ্রামের অবহেলিত সেনানীর সম্মাননার আয়োজন করা হয় ৷ বীরসা মুণ্ডা, ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের পর এবার কে? অমিত শাহের আগামী কর্মসূচির মধ্যে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন ছাড়া আর কীকী স্থান পাবে সে সম্পর্কে গেরুয়া শিবির এখনই কিছু ফাঁস করতে নারাজ ৷
সদ্য শেষ হওয়া শাহের সফরেও প্রতিবারের মতো মণীষী সম্মাননা কর্মসূচি ঘিরে বিতর্কের সূত্রপাত হয় ৷ বিতর্কের শুরু শাহের ছবির নীচে কবিগুরুর ছবি দেওয়া ফ্লেক্স নিয়ে। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করছে। এই অভিযোগে বারবার সরব তৃণমূল। এনিয়ে মমতার নিশানায় অমিত শাহ। বলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে কোনওরকম অবমাননা সহ্য করব না ৷ ওনাদের আগে পড়াশুনা করে আসতে বলুন ৷ গোটা দুনিয়া রবীন্দ্রনাথ, বিবেকানন্দকে সেলাম করে ৷ বাংলার মণীষীদের আন্তর্জাতিক খ্যাতি আছে। ওদের সাহস হয় কী করে তা নিয়ে খেলা করার ৷ ’
১৯-২০ ডিসেম্বর এরাজ্যে প্রচারে এসেছিলেন বিজেপির চাণক্য ৷ তারই হাত ধরে বাংলার রাজ্য রাজনীতিতে ঘটল এযাবৎকালের সবচেয়ে উল্লেখযোগ্য পালাবদল ৷ ২১ বছরের সম্পর্ক চুকিয়ে খোদ বিজেপি সেনাপতির হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়ে পাকাপাকি ভাবে পদ্মফুলে চলে গেলেন বঙ্গে জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী ৷
শুধু শুভেন্দুই নয়, তার ডাকে একঝাঁক তৃণমূল ত্যাগী নেতা, সাংসদ, বিধায়কেরা যোগ দেন বিজেপিতে ৷ মেদিনীপুরের কলেজ মাঠে শাহি সভায় লেখা হল ২১-এর কুরুক্ষেত্রের আগে সবথেকে উল্লেখযোগ্য জার্সিবদলের অধ্যায় ৷ এক ঝটকায় বদলে গেল বঙ্গ রাজনীতির একাধিক সমীকরণ ৷ শাহের পরবর্তী সফরে বাংলার ভোট ময়দানের জন্য আর কোন বড় চমক অপেক্ষা করছে তার জন্য কৌতুহলী সকলেই ৷