#কলকাতা: বিক্ষিপ্ত সংঘর্ষের মাঝেই রাজ্যের বেশির ভাগ জায়গায় ভোট হল প্রায় নির্বিঘ্নেই। বিক্ষিপ্ত অশান্তির মাঝে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়িসহ অধিকাংশ জেলায় প্রায় নির্বিঘ্নেই ভোট হল। এই জেলাগুলিতে মানুষ শান্তিতেই ভোট দেন। একই ছবি পূর্ব বর্ধমানেও ৷
রাত থাকতেই বুথের সামনে। কিন্তু ভোট শুরু হতে তো অনেক দেরি। তাই ইট দিয়ে ভোটের লাইন রেখে ভোটাররা গেলেন চায়ের দোকানে। কেউ আবার সেরে এলেনবাড়ির কাজ। বর্ধমানের মেমারির আমাদপুরের মতো ছবিটা চোথে পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতেই।
ভোর থেকেই বুথে বুথে দীর্ঘ লাইন। খানিক স্বস্তি দিতে ভোটারদের চা, জল, বাতাসা বিলি হল ময়ূরেশ্বরের মুরুলিডাঙাল বুথে। ভোটারাও বেশ খুশি।
মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। তা সত্ত্বেও ভোট ঘিরে উৎসাহ কমেনি। উত্তরবঙ্গের অনেক জায়গায় সকাল থেকেই বিদ্যুৎ চলে যায়। ইসলামপুর, ধূপগুড়িতে তাই ভোট হল মোমবাতির আলোয়। মানে ক্যান্ডললাইট পোলিং।
সকাল থেকেই ভারী বৃষ্টিতে জল জমে যায় চাঁচল দুই ব্লকের মানিকনগর শিশুশিক্ষা কেন্দ্রের বাইরে। অতঃপর কোলে চেপেই ভোট দিলেন প্রবীণ ভোটার। জল-কাদা পেরিয়েই ভোট হল দিনভর।
ডুয়ার্সের চা বাগানের ছবিটাও বেশ স্বস্তিদায়ক। বন্ধ চা বাগান খোলার আশায় ভোট দিলেন রেড ব্যাঙ্ক, ধরনীপুর ও সুরেন্দ্রনগরে শ্রমিকরা। আরও উন্নয়নের প্রত্যাশায় ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিকরাও এদিন ছিলেন ভোটকেন্দ্রমুখী।
কোচবিহারের কালীঘাট এক নম্বরে আবার হাম সাথ সাথ হে। তৃণমূল, বিজেপি, কংগ্রেস প্রার্থীরা জোট বেঁধে নজরদারি চালালেন। স্বাভাবিক ভাবেই ভোটে সন্ত্রাসের নো এন্ট্রি।
তিস্তা পারেও একই হাওয়া। জলপাইগুড়ির সারদাপল্লিতে তৃণমূল প্রার্থী মিনু হাওলাদারের সঙ্গে পান খেয়ে সুখ-দুঃখের গল্প করে সময় কাটাল বিজেপি প্রার্থী কুসুম মণ্ডলের।
হুগলির আদিসপ্তগ্রামে গলা জড়িয়ে ঘুরতে দেখা গেল সিপিএম ও তৃণমূল প্রার্থীদের। সকালের টিফিন, দুপুরের খাওয়া সবই একসঙ্গে।
নারায়ণগড়ের খাকুরদা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে শান্তির ভোটের কথাটা মানলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও।
হানাহানি ছাড়াই সিঙ্গুরেও ভোটপর্ব মিটল নির্বিঘ্নে। জমি আন্দোলন ঘিরে এক সময় বহু অশান্তির সাক্ষী হুগলির এই এলাকা। পরবর্তী সময়ে জমি ফেরত পেয়েছেন জমিদাতারা। উন্নয়নের চাকা ঘুরেছে। তাই আর গোলমাল চায় না সিঙ্গুর। বিক্ষিপ্ত সংঘর্ষের মাঝেই পঞ্চায়েত ভোট ঘিরে যেন উৎসবের মেজাজ। উত্তর ২৪ পরগনার আমডাঙার সর্পডিহি গ্রামে তো জমজমাট ভোটমেলা। বুথের একশো মিটার ছাড়িয়ে বসেছে পাপড়ের দোকান। ভোট দিয়ে পাপড় কিনে বাড়ি ফিরলেন ভোটাররা।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮