হোম /খবর /কলকাতা /
করোনা আবহেই ঢাকে কাঠি, খুঁটিপুজো দিয়েই শুরু সন্তোষ মিত্র স্কোয়ারে প্রস্তুতি

করোনা আবহেই পুজোর ঢাকে কাঠি, খুঁটিপুজো দিয়েই শুরু সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্রস্তুতি

৮৫তম বছরের পুজো নিয়ে অনেক পরিকল্পনা ছিল ক্লাবের কিন্তু করোনা সংক্রমণের কারণে তা এখন অসম্ভব ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: করোনা পরিস্থিতিতে কীভাবে হবে দুর্গাপুজো তার উত্তর এখন ভবিষ্যতের হাতেই ৷ তবুও ভাইরাস আতঙ্ককে দূরে সরিয়ে রবিবার থেকেই শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি ৷ এদিন নমো নমো করেই খুঁটিপুজোর আয়োজন করা হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারে ৷

৮৫তম বছরের পুজো নিয়ে অনেক পরিকল্পনা ছিল ক্লাবের কিন্তু করোনা সংক্রমণের কারণে তা এখন অসম্ভব ৷ পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ বলেন, ‘করোনার কারণে সমস্ত বাজেটে কাঁটছাঁট করা হয়েছে অনেক ৷ ছোট করেই হবে পুজো ৷’ সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস রায়।

প্রতিবছরই কলকাতার এই হেভিওয়েট থিমে থাকে নয়া চমক ৷ গত কয়েক বছরে সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা কখনও সেজেছে সোনার শাড়িতে তো কখনও আবার প্রতিমায় তৈরি হয়েছে খাঁটি সোনার পাত দিয়ে ৷ সোনার পাতে মোড়া দেবী প্রতিমা সওয়ার হয়েছিলেন রূপোর রথে ৷ ৮৫ তম বর্ষে পা দেওয়া এই পুজোর থিম নিয়ে এবারও ছিল অন্যরকমের আয়োজন কিন্তু করোনার কারণে সবই বিশ বাঁও জলে ৷ তবে অন্যান্য বছরের মতো এবছরও তাদের প্রতিমা তৈরি করছেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা খ্যাত শিল্পী মিন্টু পাল ৷

Published by:Elina Datta
First published:

Tags: Durga Puja 2020