#কলকাতা: করোনা পরিস্থিতিতে কীভাবে হবে দুর্গাপুজো তার উত্তর এখন ভবিষ্যতের হাতেই ৷ তবুও ভাইরাস আতঙ্ককে দূরে সরিয়ে রবিবার থেকেই শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি ৷ এদিন নমো নমো করেই খুঁটিপুজোর আয়োজন করা হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারে ৷
৮৫তম বছরের পুজো নিয়ে অনেক পরিকল্পনা ছিল ক্লাবের কিন্তু করোনা সংক্রমণের কারণে তা এখন অসম্ভব ৷ পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ বলেন, ‘করোনার কারণে সমস্ত বাজেটে কাঁটছাঁট করা হয়েছে অনেক ৷ ছোট করেই হবে পুজো ৷’ সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস রায়।
প্রতিবছরই কলকাতার এই হেভিওয়েট থিমে থাকে নয়া চমক ৷ গত কয়েক বছরে সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা কখনও সেজেছে সোনার শাড়িতে তো কখনও আবার প্রতিমায় তৈরি হয়েছে খাঁটি সোনার পাত দিয়ে ৷ সোনার পাতে মোড়া দেবী প্রতিমা সওয়ার হয়েছিলেন রূপোর রথে ৷ ৮৫ তম বর্ষে পা দেওয়া এই পুজোর থিম নিয়ে এবারও ছিল অন্যরকমের আয়োজন কিন্তু করোনার কারণে সবই বিশ বাঁও জলে ৷ তবে অন্যান্য বছরের মতো এবছরও তাদের প্রতিমা তৈরি করছেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা খ্যাত শিল্পী মিন্টু পাল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2020