corona virus btn
corona virus btn
Loading

খাস কলকাতায় বাবা রাম রহিমের শিষ্যের ডেরায় মধুচক্রের আসর

খাস কলকাতায় বাবা রাম রহিমের শিষ্যের ডেরায় মধুচক্রের আসর
File Photo

খাস কলকাতায় বাবা রাম রহিমের শিষ্যের ডেরায় মধুচক্রের আসর

  • Share this:

#কলকাতা: পাঞ্জাবের রোহতকের ছায়া এবার খাস তিলোত্তমায় ৷ কলকাতার বড়বাজারে বাবা রাম রহিমের শিষ্যের ডেরায় মিলল মধুচক্রের আসরের খোঁজ ৷ রাম রহিমের শিষ্য বলে পরিচিত প্রমোদ সিংঘানিয়ার বিরুদ্ধে নিজের গেস্টহাউসে মধুচক্র চালানোর অভিযোগ উঠল ৷ ডেরার কায়দায় এই গেস্টহাউসেও রয়েছে একটি সুড়ঙ্গ ৷

গুরুর মতোই শিষ্যের বিরুদ্ধেও উঠল অপরাধের অভিযোগ ৷ ধর্ষণকাণ্ডে জেলে বন্দি বাবা রাম রহিম ৷ ডেরা সাচ্চা সওদা-র আদর্শে বিশ্বাসী প্রমোদ সিংঘানিয়া নিজেকে পরিচয় দিতেন মেসেঞ্জার অফ গড-এর শিষ্য বলে ৷ এদিন তাঁর বডবাজারের ৯ নম্বর শম্ভু মল্লিক লেনে অবস্থিত সিংঘানিয়া গেস্টহাউস থেকে মিলল মধুচক্রের খোঁজ ৷ ভেতরের তৈরি করা ২৬টি কুঠুরিতে রমরমিয়ে চলত দেহব্যবসা ৷ বেগতিক দেখলে পালিয়ে যাওয়ার জন্য রাম রহিমের ডেরার কায়দায় বহুতলে তৈরি করা হয়েছিল সুড়ঙ্গও ৷

দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা ওই বাড়িটিতে চলা কার্যকলাপ সম্বন্ধে সন্দিহান ছিলেন ৷ তারা জানিয়েছেন, প্রায়সই কমবয়সী অপরিচিত যুবক-যুবতীদের জোড়ায় জোড়ায় ওই বাড়িতে আসতে দেখা যেত ৷ গত সপ্তাহে অন্তরঙ্গ অবস্থায় এক কাপলদের দেখতে পেলেও ধরতে পারা যায়নি ৷ সন্দেহজনক গতিবিধির কারণে বড়বাজার থানায় অভিযোগ জানানো হয় ৷ এরপরই তদন্তে নামে পুলিশ সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ পলাতক অভিযুক্ত প্রমোদ সিংঘানিয়া। গেস্টহাউসটিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

উল্লেখ্য, বাবা রাম রহিমের সিরসার আশ্রমে, ডেরাতেও এমন গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েছিল পুলিশ ৷

First published: January 5, 2018, 7:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर