#কলকাতা: আগামী ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় চালু হবে মেট্রোরেল পরিষেবা৷ বুধবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের৷ মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যাত্রীদের স্মার্টকার্ড ব্যবহার করতে হবে৷
আগামিকাল অর্থাত্ মঙ্গলবার মেট্রো চালানো নিয়ে রেলের গাইডলাইন পেতে পারে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ৷ গাইডলাইন পাওয়ার পরে রাজ্যের সঙ্গে বৈঠক করতে পারে তারা৷ কলকাতায় ৮ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মেট্রো পরিষেবা শুরু হবে৷ মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, যাত্রীদের স্মার্টকার্ড ব্যবহার করতে হবে৷ কাউন্টারেও মিলবে স্মার্টকার্ড৷ মেট্রোর সংখ্যা কমানো হবে৷ একটি করে আসন ছেড়ে বসার ব্যবস্থা করা হচ্ছে৷
প্রায় সাড়ে পাঁচ মাস পরে মেট্রো পরিষেবা শুরু হতে চললেও লোকাল ট্রেন অবশ্য চালু হচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষের আশা, সেই কারণেই ভিড় কিছুটা কম থাকতে পারে। প্ল্যাটফর্মে যাত্রীদের ওঠানামার সুবিধার জন্য শুরুতে মেট্রো সব স্টেশনে কিছুটা বেশি সময় থামতে পারে বলে খবর৷ করোনা- পরিস্থিতিতে স্টেশনে যাত্রীদের হাত জীবাণুমুক্ত করতে অ্যালকোহল স্যানিটাইজার ডিসপেন্সার বসানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata metro