ডাবল ভ্যাকসিন বা RTPCR নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক এ রাজ্যের বিমানবন্দরে
Kolkata Airport: ডাবল ভ্যাকসিনের সার্টিফিকেট অথবা কোভিড RTPCR নেগেটিভ রিপোর্ট যাত্রীদের বাধ্যতামূলক এ রাজ্যের বিমানবন্দরে
কলকাতার কাছেই তৈরি হবে নতুন বিমানবন্দর? Photo: Siddhartha Sarkar
All inbound flight passengers to West Bengal: সোমবার কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়, রাজ্যের পরামর্শমতো যাত্রীদের ২টি করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট অথবা ৭২ ঘণ্টা আগে করানো কোভিড আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকাটা বাধ্যতামূলক।
কলকাতা: রাজ্যে করোনা সংক্রমণ রুখতে এবার কড়াকড়ি বিমানবন্দরগুলিতেও ৷ কলকাতা-সহ রাজ্যের সব বিমানবন্দরেই যাত্রীরা নামার পর তাদের ‘ডাবল ভ্যাকসিনেশন’ সার্টিফিকেট অর্থাৎ কোভিডের দুটি ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র, অথবা কোভিড আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখানোটা বাধ্যতামূলক করা হল (All inbound flight passengers to West Bengal shall have to be either fully (doubly) vaccinated or furnish an RT-PCR negative report) ৷
সোমবার কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়, রাজ্যের পরামর্শমতো যাত্রীদের ২টি করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট অথবা ৭২ ঘণ্টা আগে করানো কোভিড আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকাটা বাধ্যতামূলক। এ ছাড়া সপ্তাহে তিনদিন ফ্লাইট শুধুমাত্র নাগপুর, পুণে এবং আমেদাবাদের জন্য জারি থাকবে। সোমবার, ১ নভেম্বর থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে ৷
#TravelAlert: Passengers to kindly note as per guidelines of State Govt, all inbound flight passengers to West Bengal shall have to be either fully (doubly) vaccinated or furnish an RT-PCR negative report for a test conducted within 72hrs of such flight departure. (1/2)
তাই শুধুমাত্র আর আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেই নয় ৷ কোভিড নেগেটিভ রিপোর্ট এখন ডোমেস্টিক বিমানযাত্রার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হল পশ্চিমবঙ্গে ৷ তবে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে অবশ্যই যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখার প্রয়োজন নেই ৷
পুজোর পর থেকেই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে। রবিবার তা ৯০০ গণ্ডি পার করেছে। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। দৈনিক সংক্রমণে শীর্ষে বাংলার রাজধানী কলকাতা। আর এই আবহেই রাজ্যে করোনা বিধিনিষেধে একগুচ্ছ ছাড়ের ঘোষণা করেছে নবান্ন। আজ সোমবার অর্থাৎ পয়লা নভেম্বর থেকেই সেই ছাড় পাচ্ছেন রাজ্যবাসী ৷
Published by:Siddhartha Sarkar
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।