#কলকাতা: পঁচিশটা বছর পার৷ এই পঁচিশ বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক ৷ আগামী বছর লোকসভা ভোট ৷ রাজ্যে সংগঠন বাড়াতে মরিয়া বিজেপি ৷ এহেন পরিস্থিতিতে ২১শে জুলাইের মঞ্চ থেকে দলীয় কর্মী-সমর্থকদের কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, সে দিকেই তাকিয়ে গোটা রাজ্য ৷
ইতিমধ্যেই তামাম বাংলা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করে দিয়েছেন শহরে ৷ দূর থেকে যাঁরা যোগ দিচ্ছেন শহিদ দিবসের সভায়, তাঁরা অনেকে শুক্রবার থেকেই কলকাতায় চলে এসেছেন ৷ বেসরকারি বাস সকাল থেকেই কমে গিয়েছে শহরের রাস্তায় ৷ কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউ, লেনিন সরণি, এসএন ব্যানার্জি রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, হেস্টিংস, জওহরলাল নেহরু রোড, হসপিটাল রোড, রেড রোড-সহ বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি, ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হাওড়া স্টেশন, শিয়ালদহ থেকে মিছিল করে বহু তৃণমূল কংগ্রেস সমর্থক যাচ্ছেন ধর্মতলার দিকে ৷
মোদী বিরোধী বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়া চলছে দিল্লিতে। যার অন্যতম শরিক তৃণমূল নেত্রীও। পঞ্চায়েত ভোটে বিপুল সাফল্যের পর এবার মমতার লক্ষ্য ২০১৯-এর লোকসভা ভোট। অতএব তৃণমূল নেত্রীর আক্রমণের নিশানায় যে গেরুয়া শিবির, তা বলাই বাহুল্য ৷
২১শে জুলাইয়ের সভা মানেই লক্ষ লক্ষ মানুষের হাততালি, স্লোগান ৷ প্রতি বছরের চেনা ছবিটা এ বারও অটুট থাকবে নিঃসন্দেহে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 21July Meeting, Mamata Banerjee