#কলকাতা: করোনা ভাইরাস রুখতে রাজ্যের সব স্কুল, কলেজ বন্ধ করার কথা ঘোষণা করল নবান্ন৷ সোমবার থেকে রাজ্যের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে৷ আপাতত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়৷
শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি সাংবাদিক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বজুড়ে করোনা মহামারি আকার নিয়েছে৷ সব দেশকে অ্যাডভাইজারি পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ দেশের সব রাজ্যকে অ্যাডাভাইজারি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ তার জেরেই এই সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে৷ ১৬ মার্চ অর্থাত্ সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ ৩১ মার্চ পর্যন্ত এই নির্দেশিকা জারি৷
নবান্ন জানিয়েছে, একাদশ শ্রেণির পরীক্ষা যেমন চলছে, তেমনই চলবে৷ আইএসসি পরীক্ষাও চলবে সূচি মেনেই৷ পরীক্ষার দিনগুলিতে যে শিক্ষকদের ডিউটি থাকবে, তাঁদের স্কুলে আসতে হবে৷ যে দিন ডিউটি থাকবে না, আসতে হবে না৷
উচ্চমাধ্যমিক চলবে? নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধ থাকছে না৷ তবে স্কুলগুলির অভ্যন্তরীণ পরীক্ষা অবলিম্বে বন্ধ রাখতে হবে৷ নির্ধারিত সূচি মেনেই চলবে উচ্চমাধ্যমিক৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus in India, Nabanna, West Bengal Educational Institute