• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • আলিপুর চিড়িয়াখানার নতুন অতিথি সাদা বাঘ রূপা

আলিপুর চিড়িয়াখানার নতুন অতিথি সাদা বাঘ রূপা

photo: News18 Bangla

photo: News18 Bangla

 • Share this:

  #কলকাতা: পটনা থেকে রূপা এল আলিপুর চিড়িয়াখানায়।  পাঁচ বছরের রূপার উপরই এখন সাদা বাঘের সংখ্যাবৃদ্ধির দায়িত্ব। এছাড়াও পটনা চিড়িয়াখানা থেকে এক্সচেঞ্জ প্রোগ্রামে এসেছে সম্বর ও ব্ল্যাক বাক বা কৃষ্ণসার অ্যান্টিলোপ প্রজাতির হরিণ। সদ্য আলিপুর চিড়িয়াখানায় ফুটফুটে তিন সন্তানের জন্ম দিয়েছে শ্রুতি। প্রায় সাতাশ বছর পর চিড়িয়াখানায় সিংহশাবকের জন্ম হয়। এবার অপেক্ষা সাদা ব্যাঘ্রশাবকের জন্মের। সাদা বাঘের সংখ্যা বাড়াতে এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে পটনার সঞ্জয় গান্ধি বায়োলজিক্যাল পার্ক থেকে আনা হল রূপাকে। চেন্নাই ও শিলং থেকে আনা দুটি সাদা বাঘ অনেক আগে থেকেই রয়েছে আলিপুর চিড়িয়াখানায়। গত পনের বছরে কোনও সাদা বাঘ জন্মায়নি আলিপুর চিড়িয়াখানায়। যে দুটি সাদা বাঘ রয়েছে আলিপুরে, তাদেরও বয়স হয়েছে।  পাঁচ বছরের রূপার উপরই তাই বাঘের সংখ্যাবৃদ্ধির গুরুদায়িত্ব। শুধু-ই সাদা বাঘ নয়....পটনা চিড়িয়াখানা থেকে আনা হয়েছে ছ’টি বিলুপ্তপ্রায় সম্বর ও ছ’টি ব্ল্যাক বাক বা কৃষ্ণসার হরিণ। এক মাস পর থেকে তাদের দর্শকদের সামনে আনা হবে। বদলে পটনা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে একটি জেব্রা।

  First published: