Home /News /kolkata /

পশুদের বিশেষ খাদ্য তালিকা আলিপুর চিড়িয়াখানায়

পশুদের বিশেষ খাদ্য তালিকা আলিপুর চিড়িয়াখানায়

File Photo

File Photo

পশুদের জন্য বিশেষ খাদ্য তালিকা তৈরি করেছে আলিপুর চিড়িয়াখানা। ঋতুর বদলের সঙ্গে বদলাচ্ছে খাদ্য তালিকাও। গরমে প্রায় প্রতিটি পশুর জন্যই রয়েছে আলাদা খাবারের ব্যবস্থা। গরম থেকে রেহাই দিতে রয়েছে অন্যান্য ব্যবস্থাও।

 • Share this:

  #কলকাতা: পশুদের জন্য বিশেষ খাদ্য তালিকা তৈরি করেছে আলিপুর চিড়িয়াখানা। ঋতুর বদলের সঙ্গে বদলাচ্ছে খাদ্য তালিকাও। গরমে প্রায় প্রতিটি পশুর জন্যই রয়েছে আলাদা খাবারের ব্যবস্থা। গরম থেকে রেহাই দিতে রয়েছে অন্যান্য ব্যবস্থাও।

  পড়তে থাকুন : এক কলেজ ছাত্রের উদ্যোগে শহরে ত্রিধারার আত্মপ্রকাশ

  মাংস ছাড়া চলেই না বাঘ, সিংহের। কিন্তু এই গরমে তা খাবার উপায় নেই। পেট বাবাজি যে সায় দেবে না। তাই অগত্যা ডায়েট কন্ট্রোল। শুধু বাঘ, সিংহই নয়, একই অবস্থা আলিপুর চিড়িয়াখানার অন্য পশুদেরও। পছন্দের খাবার সবসময় জুটছে না তাদেরও। ঋতু পরিবর্তনের সঙ্গে পশুদের খাদ্য তালিকা বদলানোরও ব্যবস্থা করেছে আলিপুর চিড়িয়াখানা।

  আরও পড়ুন ইট বোঝাই লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩

  এবার এক নজরে দেখে নেওয়া যাক তরমুজ, শশা, আমসহ বিভিন্ন ফল খাওয়ানো হচ্ছে ।সঙ্গে দেওয়া হচ্ছে ভিটামিন । ওআরএস খাওয়ানো হচ্ছেভালুককে খাওয়ানো হচ্ছে দই-ভাত শিম্পাঞ্জিকে দেওয়া হচ্ছে লস্যি ।

  গ্রীষ্মের দাবদহ থেকে পশুদের রেহাই দিতে আরও বিশেষ কিছু ব্যবস্থা করেছে আলিপুর চিড়িয়াখানা। স্বাস্থ্যই সম্পদ। এই কথা মাথায় রেখে আলিপুর চিড়িয়াখানার বিশেষ ব্যবস্থায় এবার হাঁসফাঁস গরমেও স্বস্তিতে কাটবে বন্য প্রাণীদের।

  First published:

  Tags: AliporeZoo, Animals, BalanceDiet, Summer

  পরবর্তী খবর