#কলকাতা: বাংলা বিধানসভা ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিক সমর্থন জানাল সমাজবাদী পার্টি । এদিন এই সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন সপা প্রতিষ্ঠাতা মুলায়ম যাদব পুত্র অখিলেশ যাদব। সোমবার অখিলেশ যাদব এই বিষয়ে চিঠিও পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। অখিলেশ তাঁর চিঠিতে জানিয়েছেন, রাজ্যে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূলের পাশেই থাকবে সমাজবাদী পার্টি।
অখিলেশের চিঠি পেয়ে খুশি হয়েছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যে বিধানসভার লড়াইয়ে বাংলার শাসক দলকে নৈতিক সমর্থনের পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগগুলিও যথাযথ বলে চিঠিতে উল্লেখ করেছেন অখিলেশ যাদব। সেই প্রসঙ্গ তুলে তিনি তৃণমূল নেত্রীকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন বলে জোড়া ফুল সূত্রে খবর।
বাংলায় ২৯৪ আসনে মোট আট দফায় ভোট ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ঘোষণার দিনে প্রশ্ন তুলেছিলেন, "কাকে সুবিধা করে দিতে বাংলায় এত দফায় নির্বাচন?" পাশাপাশি ভোটের দিনক্ষণ স্থির করা নিয়ে কমিশনকে বিজেপির ইন্ধন জোগানোরও অভিযোগ তুলেছিলেন মমতা বন্দোপাধ্যায়।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর সমস্ত অভিযোগকে সমর্থন জানিয়ে অখিলেশ যাদব মমতা বন্দোপাধ্যায়কে জানিয়েছেন, কী ভাবে তা সামাল দিতে হবে। সমাজবাদী পার্টি সূত্রের খবর এমনই। জাতীয় রাজনীতির মঞ্চে মমতা-অখিলেশের সখ্যতা পুরনো। এর আগেও যতবার বিজেপি বিরোধী লড়াইয়ে জাতীয় স্তরে অ-বিজেপি দলগুলিকে জোটবদ্ধ করতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো, ততবারই তাঁর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে সমাজবাদী পার্টি।
২০১৯ সালের লোকসভা ভোটের আগেও ব্রিগেডে সমস্ত বিরোধীদের এক মঞ্চে হাতে হাত মেলাতে দেখা গিয়েছিল। সেখানেও হাজির ছিলেন অখিলেশ যাদব। ফলে বিজেপি বিরোধী যে কোনও লড়াইয়ে উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি যে মমতার পাশেই থাকবে, সেটাই ঘোষণা করলেন অখিলেশ যাদব। সূত্রের খবর, রাজ্যে প্রচারে আসতে পারেন অখিলেশ। রাজ্যের হিন্দিভাষী যেসব বিধানসভা এলাকা আছে সেখানেই প্রচার সারবেন সপা নেতা অখিলেশ যাদব।
Abir Ghosal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akhilesh Yadav, Mamata Banerjee, TMC, West Bengal Assembly Election 2021