#কলকাতা: শহরে ফের সক্রিয় মরা মুরগির কারবারিরা। গতকাল, এয়ারপোর্টের আড়াই নম্বর গেটের কাছে একটি রেস্তোরাঁয় বস্তা ভর্তি মরা মুরগির মাংস সরবরাহ করতে আসেন এক ব্যক্তি। এয়ারপোর্ট থানার পুলিশ গ্রেগতার করে সেই মাংস সরবরাহকারী ও রেস্তোরাঁর মালিককে।
পুলিশি জেরায় তাঁরা জানান, নিউটাউনের মরা মুরগির খামার 'ঢালি চিকেন সেন্টার' থেকে আসে এই মাংস। খামারের মালিকের খোঁজে রাতভর তল্লাশি চালায় এয়ারপোর্ট থানা। আজও চলবে তল্লাশি। নিউটাউনের খামার থেকে ধৃত ৬ ব্যক্তি।
মিলল 'ঢালি চিকেন সেন্টার'-এ মরা মুরগির রেট চার্ট-ও!
বোনলেস মরা মুরগি ১৯৮ টাকা/কিলো।
হাফ লেগ মিলত ১৫২ টাকা/কিলো।
ডানা বিকোত কেজি প্রতি ১৫২ টাকায়।
গতকালই সিল করা হয় 'ঢালি চিকেন সেন্টার'।
আরও পড়ুন-মরা মুরগি নিয়ে সতর্ক রেল, শিয়ালদাহতে তল্লাশি চালাল আইআরসিটিসি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dead chicken farm, Dead chicken farm in Newtown, Rate chart of dead chicken