#কলকাতা: শ্লীলতাহানির অভিযোগ জানাতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন বিমানসেবিকা ৷ পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও অফিসাররা কোনও পদক্ষেপ না নেওয়ায় এবার সরাসরি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্যাতিতা ৷
বিধাননগরের সিডি ব্লকের বাসিন্দা ওই তরুণী পেশায় বিমানসেবিকা ৷ তাঁর বাড়ি মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন ওই তরুণী ৷
কাজ সেরে প্রায়ই অনেক রাতে বাড়ি ফেরেন ওই তরুণী। অভিযোগ, ভাড়াটেকে একা পেয়ে মাঝেমধ্যেই বাড়ির মালিক চড়াও হতেন। সপ্তমীর রাতেও তাঁর শ্লীলতাহানি করা হয়। চিৎকার, চেঁচামেচি শুনে তরুণীর বাবা-মা ঘর থেকে বেরিয়ে আসেন। সেইসময় বাড়িওয়ালা ও তাঁর স্ত্রীর সঙ্গে এক দফা ঝামেলা হয়।
এরপর বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ওই তরুণী। পরে কমিশনারেটের তৎপরতায় অভিযোগ জানান। তবে এই ঘটনায় অভিযুক্ত বাড়ি মালিক গ্রেফতার হননি। আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Hostess, CM Mamata Banerjee, Molestation, Sexual harrasment