corona virus btn
corona virus btn
Loading

৫০-এ পুজো, উৎসব ৫১-তে, জাঁকজমক কমিয়ে অসহায় মানুষের পাশে আহিরীটোলা যুবকবৃন্দ

৫০-এ পুজো, উৎসব ৫১-তে, জাঁকজমক কমিয়ে অসহায় মানুষের পাশে আহিরীটোলা যুবকবৃন্দ

৫০ লক্ষ থেকে আহিরীটোলা যুবকবৃন্দের এবারের পুজোর বাজেট নেমে এসেছে ১০ লক্ষের গণ্ডিতে।

  • Share this:

#কলকাতা: পঞ্চাশ বছরে পুজোর বাজেট পুরোপুরি পঞ্চাশ। আহিরীটোলা যুবকবৃন্দের পুজো পরিকল্পনা ছিল এমনটাই। প্রতিমা বায়না থেকে মণ্ডপ সজ্জা কিংবা থিম নির্বাচনে সেই ভাবেই এগোচ্ছিল উত্তরের ডাকসাইটে এই দুর্গোৎসব কমিটি। মাস্টার প্ল্যানটা ছকা হয়ে গিয়েছিল বছরের শুরুতেই। কাল হয়ে দাঁড়াল সর্বনাশা করোনা ভাইরাস। মার্চে এসে সাজানো পরিকল্পনা ঠাণ্ডা ঘরে তুলে, নতুন করে পুজো রূপায়নে আহিরীটোলা যুবকবৃন্দ।

কমিটির চেয়ারম্যান উত্তম সাহা বলেছিলেন,"লকডাউনে তানা ৬৬ দিন গরীব, অসহায় মানুষ গুলোর মুখে অন্ন তুলে দিয়েছি। তৎকালীন পরিস্থিতিতে সেটাই ছিল অগ্রাধিকার। কমিটির সদস্যরা বসে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রয়োজনে পুজোর বহর ছোট করব। কিন্তু মানুষগুলো যেন নিরন্ন না থাকে। ৫০-এ পুজো, উৎসব একান্নতে।"

যেমন ভাবা, তেমন কাজ। পুজোর ৫০ বছরের তহবিল ভেঙে শুরু হয়েছিল অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। কখনও ত্রাণ নিয়ে সুন্দরবনে ছুটে গিয়েছেন আহিরীটোলা যুবকবৃন্দের অমিত সেন, পুষ্পেন্দু বোসরা। কখনও আবার পাড়াতেই কমিউনিটি কিচেন খুলে দু'মাস ধরে অসহায় মানুষের মুখে অন্ন যোগানের ব্যবস্থা করা। সুবর্ণ জয়ন্তী বর্ষের জাঁকজমক আপাতত তালাবন্দি। ৫০ লক্ষ থেকে আহিরীটোলা যুবকবৃন্দের এবারের পুজোর বাজেট নেমে এসেছে ১০ লক্ষের গণ্ডিতে।

শিল্পী প্রশান্ত পালের হাত ধরে পোড়ামাটির কাজেই স্বল্প বাজেটে তাক লাগাতে চায় আহিরীটোলা যুবকবৃন্দ। বদলে গিয়েছে পুজোর ট‍্যাগ লাইন। পঞ্চাশে পুজো, উৎসব একান্নতে। কোভিড আবহে সরকারি বিধি নিষেধ মেনেই চলবে এবারের দুর্গোৎসব। আহিরীটোলা যুবকবৃন্দের দুর্গোৎসব সুবর্ণ জয়ন্তীতে পা দেওয়ার সব আনন্দ, সব উৎসব তুলে রাখ রইল আগামীর জন্য। মা তো আবার আসবে। আসছে বছর জাঁকিয়ে হবে।

PARADIP GHOSH 

Published by: Siddhartha Sarkar
First published: September 7, 2020, 2:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर