#ভুবনেশ্বর: সিএএ চালুর পর প্রথম বার অমিত শাহের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিলের বৈঠক। সরকারি সেই বৈঠক নিয়েও তরজা রাজ্য রাজনীতিতে।
শুক্রবার সকাল দশটায় ভুবনেশ্বরে রাজ্য সচিবালয় লোকসভা ভবন চত্বরে নিউ কনভেনশন সেন্টারে শুরু হবে ইস্টার্ন জোনাল কাউন্সিলের চব্বিশ তম বৈঠক। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম। কেন্দ্রের ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে কেন্দ্রের শাসক দলের কটাক্ষের মুখেই পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠক বয়কটের ডাক দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে,
অমিত-মমতা বৈঠকে কী আলোচনা?রাজ্যগুলির অভ্যন্তরীণ নিরাপত্তা রাজ্যগুলির সীমানা সংক্রান্ত সমন্বয় মাওবাদী সমস্যা আন্তঃ রাজ্য নদীজল বণ্টন কয়লার রয়ালটি রাজ্যগুলির রেল প্রকল্প গ্রামীণ ব্যাঙ্কিং বনাধিকার আইন
মাওবাদী সমস্যা ঠেকাতে ঝাড়খণ্ড, ওড়িশা সীমানায় নজরদারি বাড়ানোর দাবি তুলতে পারেন মুখ্যমন্ত্রী। বৈঠকে যোগ দিতে বুধবারই ওড়িশা পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই পুরীর জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তির জন্য পুজো দিয়েছেন মমতা। সিএএ-র বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ কার্যকর করতে বদ্ধপরিকর অমিত শাহ। সিএএ চালুর পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন তাঁরা। আলাদা করে দুজনের বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Mamata Banerjee