#আগরা: স্ত্রীর হাত বেঁধে পাঁচতলার ব্যালকনি থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর প্রদেশের আগরায়৷ নিহত মহিলার নাম ঋতিকা সিং৷ ইতিমধ্যেই নিহতের স্বামী এবং তার আরও দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে৷
জানা গিয়েছে, নিহত ঋতিকা সিং এবং তাঁর স্বামী আলাদা থাকতেন৷ ফেসবুকের সূত্রে পরিচয় হওয়া বিপুল আগরওয়ালের সঙ্গে তাজগঞ্জ থানা এলাকার একটি আবাসনে থাকতেন ঋতিকা৷ এ দিন সেখানেই দুই পুরুষ ও দুই মহিলাকে নিয়ে চড়াও হয় ঋতিকার স্বামী আকাশ গৌতম৷ অভিযোগ, ঋতিকা এবং তাঁর সঙ্গীর সঙ্গে বাদানুবাদের পর ওই চারজন মিলে তাঁদের মারধর করে৷
আরও পড়ুন: বন্ধুত্ব থাক, প্রেমে রাজি নয় বান্ধবী! রাগে কলেজ ক্যাম্পাসে ভয়ানক কাণ্ড ঘটাল যুবক
পুলিশ জানিয়েছে, ঋতিকার স্বামী এবং তার সঙ্গীরা প্রথমে ঋতিকা এবং তার বন্ধুকে মারধর করে৷ এর পর বিপুল নামে ঋতিকার সঙ্গীর হাত বেঁধে বাথরুমে আটকে রাখা হয়৷ একই ভাবে ঋতিকার হাতও বেঁধে ফেলা হয়৷ তার পরেই ঋতিকাকে ব্যালকনি থেকে নীচে ফেলে দেওয়া হয়৷
আরও পড়ুন: ট্রেনে গেটে দাঁড়ালে কী হয়, তার জলজ্যান্ত উদাহরণ এই ঘটনা! দেখুন হাড়হিম ভিডিও
বাথরুম থেকেই চিৎকার করে প্রতিবেশীদের সাহায্য চান বিপুল৷ তাঁরাই এসে বাথরুমের দরজা খুেল তাঁকে উদ্ধার করেন৷
২০১৪ সালে ফিরোজাবাদের বাসিন্দা আকাশ গৌতমের সঙ্গে বিয়ে হয় গাজিয়াবাদের বাসিন্দা ঋতিকার৷ ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ পুলিশ জানিয়েছে, তিন জনকে গ্রেফতার করা হলেও এখনও দুই অভিযুক্ত পলাতক৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।