#কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নামলেন SSC উত্তীর্ণরা। এই দাবিতে বৃহস্পতিবার বিধাননগরের ময়ূখ ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভে সামিল হলেন বহু চাকরিপ্রার্থী ৷
রাজ্যে শূন্য প্রায় ৭০ হাজারের উপর শিক্ষক পদ ৷ পরীক্ষা নেওয়া সম্পন্ন কিন্তু আইনি জটিলতার কারণে এখনও সম্পূর্ণ হয়নি নিয়োগ ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সম্পন্ন হলেও এখনও আটকে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ ৷
ইতিমধ্যেই একাদশ-দ্বাদশ ও নবম ও দশমের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করেছে। কিন্তু ফলপ্রকাশ হলেও নিয়োগ আপাতত করছে না স্কুল সার্ভিস কমিশন। কর্মরত শিক্ষকদের নিয়ে একটি মামলা হাইকোর্টে বিচারাধীন।মূলত এই মামলার উপর নির্ভর করছে মেধা তালিকায় কর্মরত শিক্ষকদের সুযোগ পাওয়ার বিষয়টি।ফলাফল বের করলেও চাকরির সুপারিশের উপর স্থগিতাদেশ রয়েছে। সব মিলিয়ে থমকে শিক্ষক নিয়োগ ৷
চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজ্য সরকারের গড়িমসিতে বিলম্বিত নিয়োগ ৷ এর ফলে নষ্ট হচ্ছে বহু মানুষের মূল্যবান সময় ও চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ৷