#কলকাতা: সকাল থেকেই সচল রাজ্য ৷ প্রতিদিনের মতোই রাস্তায় গাড়ি ও বাস চলছে ৷ পাশাপাশি চলছে মোবাইল পেট্রোলিং ৷ সেভাবেই শহর বা জেলাগুলিতে প্রভাব পড়েনি বামেদের ডাকা বনধের ৷
নোট বাতিলের বিরোধীতায় ১২ ঘণ্টার বনধের ডাক দেয় বামেরা ৷ কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আরও বড়সড় আন্দোলনের পথে সোমবার পথে নামছে তৃণমূল কংগ্রেস ৷ ২৮ তারিখ বামেদের ডাকা বনধও যে রাজ্যসরকার একেবারেই সমর্থন করছে না সেবিষয় আগে থেকে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বনধে জনজীবন স্বাভাবিক রাখতে ও বামেদের ডাকা সাধারণ ধর্মঘট ব্যর্থ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। যানচলাচল, দোকানপাঠ ও অফিস যাতে স্বাভাবিক ভাবে চলে সেইজন্য তৎপর রাজ্য সরকার ৷ শহরের বিভিন্ন জায়গায় মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ৷
এরই মাঝে শহরের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে ৷সোমবার সকালে লেকটাউনের যশোর রোডে অবরোধ শুরু কেন বামেরা ৷ পুলিশ তাদের আটকাতে গেলে সিপিএমকর্মী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ৷ ঘটনায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এরপর বাম কর্মীরা লেকটাউন থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাদের অভিযোগ মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছে পুলিশ ৷ তবে এই বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি ৷ তবে আটকদের ছেড়ে দেওয়া হলে বিক্ষোভ তুলে নেয় সিপিএম কর্মীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation In Lake Town, Bandh Has No Effect On Normal Life, Bangla Bandh, Bengali News, Demonetisation, ETV News Bangla, Left Front, Strike, Trinamool Congress