#কলকাতা: বামেদের নবান্ন অভিযানে প্রবল উত্তেজনা ৷ বাম নেতা কর্মীরা মেয়ো রোডে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই ছড়ায় উত্তেজনা ৷ মিছিল আটকায় পুলিশ ৷ তাতেও না দমে বাম নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা চালিয়ে যেতে বাঁধে সংঘর্ষ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে পুলিশ ৷ ছোঁড়া হয় কাঁদানে গ্যাস ৷
শুধু মেয়ো রোড নয়, ডাফরিন রোডেও বামেদের মিছিলে দেখা দেয় উত্তেজনা ৷ মিছিল আটকালে পুলিশকে লক্ষ করে ইট ছোঁড়ে বাম নেতা কর্মীরা ৷ জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী ৷ পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে পুলিশ ৷
বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র হেস্টিংসও ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
ব্যারিকেড ভেঙে ফেললেন বামকর্মীরা ৷ লাঠিচার্জ করে পুলিশ ৷ পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস ৷ অসুস্থ বেশ কয়েজন সাংবাদিক ৷ নবান্ন সুরক্ষিত রাখতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা পুলিশের ৷ অন্যদিকে, বাম কর্মীদের একাংশের বিরুদ্ধে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া র অভিযোগ ৷
মেয়ো রোড ও হেস্টিংস রোডে পুলিশের সঙ্গে বাম সমর্থকদের খণ্ডযুদ্ধের জেরে নামানো হল জলকামান ৷
পিটিএসে ব্যারিকেড ভাঙলেন বামকর্মীরা ৷ পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি ৷ পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ফাটাল পুলিশ ৷ এরই মাঝে জখম প্রবীণ বামফ্রন্ট নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ৷ জখম কান্তি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ‘পুলিশ লাঠিচার্জ করেছে ৷ আমার কোমরে মেরেছে ৷ বর্বরোচিত অত্যাচার৷ কাউকে ইট ছুড়তে দেখিনি ৷’
বাম কর্মী ও পুলিশ খণ্ডযুদ্ধে জখম বহু নেতা সমর্থক ৷ বামফ্রন্ট কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন বহু পুলিশ কর্মীও ৷
নতুন করে উত্তেজনা হেস্টিংসে ৷ আহত বেশ কয়েকজন বামকর্মী ৷ দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ৷ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে হেস্টিংস মোড়ে অবরোধ করেন সেলিম-শমীক ৷ তাদের আটক করে পুলিশ ৷ তাঁদের নিয়ে যাওয়া হয় লালবাজারে ৷