#কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত বিস্ফোরণ, বিগত দিনগুলিতে সোশ্যাল থেকে বেশ কিছু প্রতিভা প্রকাশ্যে এসেছে ৷ কখনও ছোট শিশুর গান তো কখনও বিশেষ ধরনের প্রতিভায় আলোকিত হয়েছে সোশ্যাল মিডিয়া ৷
এইবার ফেসবুকে আপলোড করা একটি ভিডিওতে দেখা গেল এক কিশোরীর দক্ষতা ৷ বয়স কতখানি তা তর্ক বা বিতর্কের বিষয় হতে পারে তবে তার প্রতিভা নিয়ে কোনও রকমের তর্ক নেই বললেই চলে ৷ভিডিতে দেখা গিয়েছে ভক্তিরসের একটি মেয়ে তার মধুর কণ্ঠে মাত করেছে ৷ ভক্তিমূলক গানের সঙ্গে চণ্ডীপাঠের এক অপরূপ মিশেল ৷ মা আসছে এই সময়ে চণ্ডীপাঠ যেন আরও কিছুটা এগিয়ে নিয়ে গিয়েছে পুজোর এখনও এক মাসেরও বেশি বাকি ৷ তবে এটি শুনতে শুনতে কেমন যেন আকাশে বাতাসে ভেসে আসছে পুজোর গন্ধ ৷