#কলকাতা: সন্ধ্যেবেলায় পড়ুয়াদের ওপর পুলিশরে লাঠিচার্জের ভিডিও রীতিমত ভাইরাল৷ সুলেখা মোড়ে যাদবপুরের পড়ুয়া ও বিজেপির মুখোমুখি মিছিল নিয়ে উত্তপ্ত হয় পরিস্থিতি৷ দু’পক্ষের মধ্য চলে বচসা, হাতাহাতি৷ সেখানেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের রাস্তায় ফেলে মারতে দেখা গিয়েছে পুলিশকে৷ সংবাদমাধ্যমের ক্যামেরায় বারবার ভেসে এসেছে সেই ফুটেজ৷ সমালোচনার মুখে পড়ে কলকাতা পুলিশ৷
গতকাল জেএনইউর হস্টেলে নিরুত্তাপ পুলিশের সঙ্গে তুলনা শুরু হয় কলকাতা পুলিশের৷ একদল পুলিশ ছাত্রছাত্রীদের বেধরক মারের থেকে বাঁচাতে পারেনি, অন্যদল সরাসরি পড়ুয়াদের আক্রমণই করে বসল৷ এই মর্মে ওঠে নিন্দার ঝড়৷ তবে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই দুঃখপ্রকাশ করে কলকাতা পুলিশ৷ পুলিশের ডিসি এসসডি সুদীপ সরকার জানান, ' ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমরা কখনওই পড়ুয়াদের উপরলাঠি চালাতেচাইনি। আমরা কথা বলছি।'
আরও পড়ুন JNU-র ঘটনায় তীব্র নিন্দা সমাজের সব স্তরের মানুষের, সামিল তারকারাও
এরপরই ট্যুইট করে কলকাতা পুলিশ৷ তারা জানিয়েছে পড়ুয়া ও আইনের পথে চলা সব নাগরিকদের পাশে রয়েছে তারা৷ যাদবপুরে কোনও সমস্যায় পড়লে সিনিয়ার পুলিশ অফিসাররা থাকছেন সাহায্য করার জন্য৷ কোনও রকম অসুবিধায় পড়লে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে৷
Kolkata Police is making all efforts to cooperate with students & law abiding citizens to maintain peace. Senior Officers are in the Jadavpur area to help you. In case of any assistance or complaints please contact us immediately. Kolkata police is with you, now and always.
— Kolkata Police (@KolkataPolice) January 6, 2020
মনে করা হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোলের জন্য এভাবে তড়িঘড়ি ট্যুইট করেছে কলকাতা পুলিশ৷ আজ ছাত্র পেটানোর যে ছবি সামনে এসেছে তাতে ভীষণভাবে মুখ পুড়েছে তাদের৷ যে কারণে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে এমন ট্যুইট বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল৷