#কলকাতা: বাঁধ মেরামতির কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আমফানের পর মেরামতি সত্ত্বেও কেন দুই চব্বিশ পরগনায় নদী বাঁধ ভাঙছে? তাহলে কি তাড়াহুড়ো করে কাজ হয়েছে? জেলাশাসকদের খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
এদিন নবান্নে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে, বাঁধ নির্মাণে আরও দায়িত্বশীল হতে হবে ৷ ঘূর্ণিঝড়ের পর মেরামতি, তারপরও বাঁধ ভাঙছে ৷ কেন এমন হল খতিয়ে দেখতে হবে ৷ বর্ষায় অনেক জায়গায় জল জমেছে ৷ কয়েক জেলায় নদী বিপদসীমার উপরে বইছে ৷এত মেরামতির পরেও হাসনাবাদ, মিনাখাঁয় বাঁধ ভাঙছে কেন?’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর ৷
আমফান লন্ডভন্ড করে দিয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার নদী পাড়ের বাসিন্দাদের জীবন। বাঁধ ভেঙে নদীর জল ঢুকে ভেসে গিয়েছে সংসার। তারপরেও শান্তি নেই। তখন বাঁধ মেরামতি হলেও এখন দুর্যোগে ফের বিপদ। ‘বাঁধ সারাইয়ে কি তাড়াহুড়ো করা হয়েছে ?’জেলাশাসকদের খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷
দক্ষিণ চব্বিশ পরগনার নারায়ণপুরে গবাদি নদীর বাঁধ ভেঙেছে। কচুবেড়িয়ায় মুড়িগঙ্গার বাঁধ ভেঙেছে। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে কাটাখালি নদী ও মিনাখাঁর মোহনপুরে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙেও জল-যন্ত্রণায় বাসিন্দারা। সোমবার, নবান্নে চার জেলার ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে মুখমন্ত্রীর প্রশ্ন, আমফানের পর তো নদী বাঁধ সারাই হয়। তা সত্ত্বেও কেন ফের বাঁধ ভাঙছে? দুই ২৪ পরগনার জেলাশাসককে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মমতা।
এদিন পর্যালোচনা বৈঠকে সন্দেশখালি, মিনাখাঁর দুর্যোগ পরিস্থিতি নিয়েও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে পর্যালোচনা বৈঠকে জেলাশাসকদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, দুর্যোগ পরিস্থিতিতে কড়া নজর রাখতে হবে। প্রয়োজনে ত্রাণ ও আশ্রয়শিবিরের ব্যবস্থা করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee