#কলকাতা: পটনা জয়ের পর মোদি শাহের অশ্বমেধের ঘোড়ার পরবর্তী লক্ষ্য বাংলা জয় ৷ পাখির চোখ একুশের নির্বাচন ৷ ভোটের দামামা বাজতে না বাজতেই ঘর মজবুত করতে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির ৷ ভোটযুদ্ধে ইতিমধ্যেই নিজের ক্ষমতার প্রমাণ দেওয়া অভিজ্ঞ সেনানায়কদের নিয়েই বাংলার ময়দানে বাজিমাত করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ তাই বঙ্গবিজেপির দায়িত্বে পঞ্চপান্ডব | ২৩ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা তৈরি হয়ে যাবে বলে দলীয় সূত্রে খবর ৷
নির্বাচনের রণকৌশল ঠিক করতে মঙ্গলবার কলকাতায় ছিল বিজেপির বৈঠক ৷পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে কলকাতায় সোমবারই এসেছেন বিজেপির আইটি সেল হেড অমিত মালব্য ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট কৌশলি প্রশান্ত কিশোরকে সামলাতে বিজেপির ঘুঁটি মালব্য ৷ বাংলার প্রতি ইঞ্চিকেই যে এখন সমান গুরুত্ব দিয়ে দেখতে চাইছে গেরুয়া শিবির তা আরও একবার প্রমাণিত ৷ সমর্থন আদায়ে জেলার সংগঠনেই জোর দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ এখন রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচ শক্তিশালী সেনাপতির হাতে৷ এদিনের বৈঠকে দায়িত্ব তুলে দেওয়া হল পাঁচ কেন্দ্রীয় নেতার হাতে ৷ ১৮-২০ নভেম্বর জোন ভিত্তিক বৈঠক করবে বিজেপি ৷
এদিনের বৈঠকে ঘোষণা করা হয়, কলকাতা জোনের দায়িত্বে থাকবে দুষ্যন্ত গৌতম ৷মেদিনীপুর জোনের দায়িত্বে দেওয়া হল সুনীল দেওধরকে ৷ বিজেপির রাঢ়বঙ্গের দায়িত্বে বিনোদ সোনকর ৷ নবদ্বীপ জোনের দায়িত্বে থাকবেন বিনোদ তাওড়ে এবং উত্তরবঙ্গে বিজেপির দায়িত্বে হরিশ দ্বিবেদী ৷ জেলায় জেলায় বুথ স্তরে দলের সমস্ত কাজের দায়িত্ব সামলাবে এরাই ৷এছাড়া আইটি সেলের কর্মকাণ্ড দেখবেন অমিত মালব্য ৷
এদিন রাজ্য নেতাদের সঙ্গে বিজেপির ৬ কেন্দ্রীয় নেতা বৈঠকে অংশ নেন ৷ অমিত মালব্য ছাড়াও বৈঠকে ছিলেন অরবিন্দ মেনন, বিএল সন্তোষ, কৈলাস বিজয়বর্গী ৷ গত ১৩ দিনে এই নিয়ে ৩ দফায় বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷ সূত্রের খবর, প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ ৷ দলীয় সূত্র জানাচ্ছে, ৩০ নভেম্বর উত্তরবঙ্গে যেতে পারেন বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এবার বাংলার ম্যাপে পদ্ম ফোটাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে গেরুয়া ব্রিগেড ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP