#কলকাতা: বালিগঞ্জের নির্বাচনেও বজায় রইল কলকাতা পুর নির্বাচনের ধারা। এ বারের ভোটেও দ্বিতীয় স্থানে উঠে এল বামেরা। তবে শুধু দ্বিতীয় স্থানে নয়, তৃতীয় স্থানে ধসে যাওয়া বিজেপির থেকে সেকেন্ড বয় সিপিএমের প্রাপ্ত ভোটের ফারাক বাড়ছে অনেকটাই। ১৩ রাউন্ড গননার শেষে যা দেখা গিয়েছে, তাতে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পেয়েছেন ৩৫ হাজার ৪০৮ ভোট আর সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ২৬ হাজার ৬০৪ ভোট। বাবুলের ব্যবধান ৯ হাজার ৩৪৪ ভোটের।
আরও পড়ুন: আসানসোলে পিছিয়ে পড়েছেন, তার আগেই আশঙ্কার কথা জানালেন অগ্নিমিত্রা পাল! কী ঘটল?
সব মিলিয়ে এই ভোটের পরে বামেদের পায়ের তলার মাটি আরও শক্তিশালী হচ্ছে বলেই মনে করা হচ্ছে । গত কলকাতা পুরসভার নির্বাচনের ফলেও দেখা গিয়েছিল, বেশিরভাগ আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। সেই মুহূর্ত থেকেই বাম রাজনীতির চাকা আবারও উল্টো দিকে ঘুরতে শুরু করে বলে দাবি করেন বামেদের একাংশ। কিছুটা সে কথা সত্যি প্রমাণিত করে তৃতীয় স্থানে চলে যাওয়া বিজেপির থেকে অনেকটা ফারাক বাড়িয়ে নিল সিপিএম।
আরও পড়ুন: শীর্ষে বাবুল, বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থান, চতুর্থ হওয়ার আশঙ্কায় বিজেপি!
শুধু তাই নয়, এখনও নির্দিষ্ট করে খবর না পাওয়া গেলেও শোনা গিয়েছে, এই বিধানসভা এলাকার একটি ওয়ার্ডে ইতিমধ্যে প্রথম স্থানে উঠে এসেছে বামেরা। বালিগঞ্জে আগের বার মোট ভোট পড়েছিল ৬৪ শতাংশ, উপ-নির্বাচনে সেই শতাংশের হিসাব কমে হয়েছে ৪১ শতাংশ। বিধানসভা নির্বাচনের সময় বিজেপি পেয়েছিল প্রায় ৩৪ হাজার ভোট, ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু উপ-নির্বাচনে সেই সংখ্যা ১০ হাজারেও পৌঁছবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে এখন। তৃণমূল নেতা দেবাশিস কুমার জানিয়েছেন, আমরা আগেই বলেছিলাম, এক সময়ে বামেদের ভোট রামে গিয়েছিল, আমরা ভোট করতে গিয়ে বুঝতে পেরেছি, এ বার সেই ভোট কিছুটা বামেদের কাছে ফিরেছে, সেই কারণেই এই ফল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CPM