#কলকাতা: স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্র ভর্তি কিভাবে নেওয়া হবে? কার্যত এখন এটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়গুলির কাছে। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই যাদবপুর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র ভর্তি পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চলেছে। সে ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট হবে নাকি নম্বরের মাধ্যমে ভর্তি হবে সেই বিষয়ে একপ্রকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই।
অন্যদিকে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট ন্যায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যদিও অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে নাকি সে বিষয়ে এখনও পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি এমনটাই খবর বোর্ড সূত্রে। ফলতো এক্ষেত্রেও কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে সেই বিষয়ে আলাপ-আলোচনা চালাচ্ছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ বলেই খবর। এ বিষয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রেসিডেন্সি কর্তৃপক্ষ আলোচনা চলছে বলেও সূত্রের খবর। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই কলেজ গুলিকে অ্যাডমিশনের বিজ্ঞপ্তি জারি করেছে। যদিও কলেজ গুলি কিভাবে ভর্তি নেবে সে বিষয়ে এখনও পর্যন্ত তারা দ্বিধায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তির বিজ্ঞপ্তি জারি হলেও অনেক কলেজ আবার অ্যাডমিশন টেস্ট বা নম্বরে নিরিখে ভর্তি নিয়ে থাকে। তাই এক্ষেত্রে ভর্তির পদ্ধতি কি হবে সে বিষয়ে এখনও পর্যন্ত দ্বিধায় রয়েছে কলেজ গুলিও।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল। প্রকাশ হয়ে গেছে আই এস সি ও সি বি এস ই এর ফলাফল। যদিও এখনও পর্যন্ত প্রকাশ হয়নি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এর ইঞ্জিনিয়ারিং এর ফলাফল। ইতিমধ্যে উচ্চ শিক্ষা দফতর স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি জারি করার জন্য নির্দেশিকা জারি করেছে। ১০ অগাস্ট এর পর থেকে ভর্তির প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষকদের মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মতামত নেওয়ার ক্ষেত্রে কলা ও সায়েন্স বিভাগের ভর্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের মতামত উঠে এসেছে শিক্ষকদের মধ্য থেকে। কলা বিভাগে অ্যাডমিশন টেস্ট হবে কি হবে না ছাত্র ভর্তির ক্ষেত্রে তা এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে অ্যাডমিশন টেস্ট হলেও সেই পরীক্ষা কি ছাত্রছাত্রীরা এসে দিতে পারবেন তা নিয়েই মূলত দ্বিধায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অন্যদিকে, সায়েন্স বিভাগের তরফে ফিজিক্স,কেমিস্ট্রির মত বিষয়গুলিতে ছাত্র ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসছে অধ্যাপকদের মধ্যে থেকে।
এবছর করোনা ভাইরাস সংক্রমণের জন্য উচ্চ মাধ্যমিকের বেশকিছু বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। যার মধ্যে রয়েছে কেমিস্ট্রি, ফিজিকস, ইকোনমিক্স, ভূগোলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধীনে থাকা কেমিস্ট্রি, ফিজিক্স ও ভূগোল বিষয়ে অনার্স নেওয়ার জন্য মাধ্যমিকের নম্বরের গুরুত্ব বিচার করে ভর্তি নেওয়ার কথা বলা হয়েছে শিক্ষকদের একাংশের তরফে। যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি মতো বিষয়গুলিতে উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা হয়নি সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই করা সম্ভব নয় বলে শিক্ষকদের একাংশের তরফে এমনটাই মতামত উঠে এসেছে।
শিক্ষকদের তরফে বিভিন্ন প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গেলেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ছাত্রভর্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। যদিও আগামী সপ্তাহের মধ্যেই ছাত্র ভর্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার তোড়জোড় করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জয়েন্ট বোর্ডের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা সেরে আগামী সপ্তাহের মধ্যে ছাত্র ভর্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় অন্তত এমনটাই খবর প্রেসিডেন্সি সূত্রে। সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এক্ষেত্রে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা নিতে পারে নাকি। অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চললেও ভর্তির প্রক্রিয়া কী হবে তা নিয়ে দ্বিধায় থাকায় কার্যত সমস্যা তৈরি হতে পারে বলেই একাংশের মত।
Somraj Bandopadhyay
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Admission in college