:কলকাতা# দ্বিতীয় বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী৷ বুধবার রাতে এই নির্দেশিকা জারি করেছে কংগ্রেস হাইকম্যান্ড৷ ২০১৪ সালেও লোকসভা নির্বাচনের আগে অধীরকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল৷
সোমেন মিত্রের মৃত্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতির পদটি খালি হয়েছিল৷ শেষ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার মধ্যে না গিয়ে বহরমপুরের সাংসদকেই প্রদেশ কংগ্রেসের ভার তুলে দিলেন সনিয়া গান্ধি৷ আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ কারণ ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দায়িত্ব নেওয়ার পর অধীরই প্রথম বাম- কংগ্রেস জোটের পক্ষে সওয়াল করেছিলেন৷ গত বিধানসভা নির্বাচনেও বামেদের সঙ্গে জোট করার বিষয়ে রাহুল গান্ধিকে রাজি করিয়েছিলেন অধীর৷ তিনি প্রদেশ সভাপতির পদে ফেরায় পশ্চিমবঙ্গে দুই দলের জোট রাজনীতি আপাতত অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে৷
জাতীয় স্তরে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সাম্প্রতিক কালে যে ঐক্যের ছবি দেখা গিয়েছে, অধীর প্রদেশ সভাপতি পদে ফেরায় তা কোনদিকে মোড় নেয়, সেই বিষয়টির দিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের৷ কারণ রাজ্য এবং জাতীয় রাজনীতিতে তৃণমূলের প্রবল বিরোধী হিসেবেই পরিচিত অধীর৷ ফলে তিনি প্রদেশ সভাপতি পদে ফেরায় এ রাজ্যে কংগ্রেসের তৃণমূল বিরোধী আন্দোলনও যে জোরদার হবে, তা বলার অপেক্ষা রাখে না৷