#কলকাতা: করোনা মোকাবিলায় এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে লড়াই করছে দেশ। আর সেই লড়াইয়ের বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছেন। তিনি শুক্রবার সকাল ন’টার সময় একটি ভিডিও বার্তা দেন দেশের মানুষের জন্য। তিনি ভিডিও বার্তায় আবার সবাইকে একজোট হতে বললেন। তিনি বললেন, "এই রবিরাব, ৫ এপ্রিল, করোনার সংকটের লড়তে আমাদের শক্তির পরিচয় দিতে হবে। এই ৫ এপ্রিল আমাদের মহাশক্তির জাগরণ করতে হবে। তাই ৫ এপ্রিল রাত ৯ টায়, আপনাদের ৯ মিনিট আমি চাই। আপনারা ওইদিন রাতে ঘরের সব লাইট বন্ধ করে আপনারা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান। তবে এই আয়োজনের সময় কেউ একজোট হবেন না। নিজেরা নিজেরা এটি পালন করবেন।" কিন্তু এই ঘরের লাইট বন্ধ করে টর্চ জ্বালিয়ে করোনার প্রতি একজোট হওয়াকে মানছেন না কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
তিনি আজ বলেন, " করোনা ভাইরাস মোকাবিলার সঙ্গে কোনও সম্পর্ক নেই ঘরের লাইট বন্ধ করে মোমবাতি জ্বালানোর। আমি এটা বিশ্বাস করি। আর তাই করোনা মোকাবিলায় আমি লাইট বন্ধও করবো না, মোমবাতিও জ্বালাবো না। আর যদি আমি মোমবাতি না জ্বালাই তাহলে আমাকে দেশ বিরোধী বলা হয় আমি তাতেও রাজি।" এএনআই আজ অধীরের এই বক্তব্য ট্যুইট করে জানিয়েছে।
There is no relation between turning off lights&burning candles,with fight against #COVID19. I believe it&that's why I'll not light candle or turn off light but continue to fight #COVID19. If I'll not light candle I'll be called anti-national,but I'm ready:AR Chowdhury, Congress pic.twitter.com/ArAdhnNDUY
— ANI (@ANI) April 3, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adhir Chowdhury, Lockdown, Modi