কলকাতা: করোনাভাইরাস সংক্রমণের সময়ে রাজ্য জুড়ে করোনাভাইরাস নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবার একই রকম ভাবে শিশুদের শ্বাসকষ্ট জ্বর তথা অ্যাডিনোভাইরাস নিয়েও এবার প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
জ্বর শ্বাসকষ্টের সমস্যায় বহু শিশু হাসপাতালে আসছে। মৃত্যুও হচ্ছে শিশুদের। প্রস্তুতি ও মোকাবিলার জন্য আজ বৈঠক ছিল স্বাস্থ্য ভবনে। সূত্রের খবর, সিদ্ধান্ত হয়, করোনার মত এবারও প্রশিক্ষণ দেওয়া হবে পুরো রাজ্য জুড়ে। চিকিৎসকের পাশাপাশি যত স্বাস্থ্যকর্মী রয়েছেন সকলেই অ্যাডিনোভাইরাস মোকাবিলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপশি ম্যান পাওয়ার থেকে ভেন্টিলেটর সব প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য দফতরের।
প্রসঙ্গত, শনিবার রাতে বিসি রায় হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একটি শিশুর। সোমবার সকালে মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। সোমবার বিসি রায় হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর। যদিও এদের কারও শরীরেই অ্যাডিনোভাইরাস পাওয়া যায়নি। এই সকলেরই মৃত্যু হয়েছে নিউমোনিয়াতে। তবে প্রত্যেকেরই জ্বর এবং প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।
সোমবার সকালে মৃত্যু হল এক শিশুর। যদিও হাসপাতাল সূত্রে খবর, শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়াতে। চন্দননগরের আট মাসের বাসিন্দা সে। প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল ওই শিশুকে। আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে। ওই শিশুর অ্যাডিনোভাইরাস হয়েছে কিনা তার জন্য ইতিমধ্যেই রিপোর্ট নাইসেডে পাঠানো হয়েছে। অন্যদিকে বিসি রায় হাসপাতালেও সোমবার সকালে একটি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। যদিও তাঁরও মৃত্যু অ্যাডিনোভাইরাসে নয়।
চিকিৎসকদের পক্ষ থেকে বর্তমানে শিশুদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাঁচ বছরের উর্দ্ধের সকল শিশুদের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের কথাও বলা হচ্ছে। প্রতি বছরের তুলনায় এই বছরে অ্যাডিনোভাইরাসের প্রকোপ অনেকটাই বেশি। তাই যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওঙ্কার সরকার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adenovirus, West Bengal news