#কলকাতা: অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে৷ অভিযোগ, অ্যাপ ক্যাব চালক গন্তব্যে যেতে চায়নি৷ শুধু তাই নয়, তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়ারও চেষ্টা করে চালক৷ ফেসবুকে নিজেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাংলা টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত৷
তিনি লিখেছেন, বুধবার সকাল ৮টা ১৫ নাগাদ নিজের বাড়ি থেকে স্টুডিও যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন তিনি৷ কিন্তু মাঝপথে গাড়ির কিছুচালক হঠাৎই ট্রিপ ক্যানসেল করে দেন৷ তাকে নেমে যেতে বলেন৷ স্বস্তিকা আপত্তি জানালে ক্যাব অন্যদিকে ঘুরিয়ে দেয় চালক৷ এরপর তিনি চিৎকার করলেও চালক গাড়ি থামায়নি বলে অভিযোগ করেছেন তিনি৷
ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে গাড়ি থেকে জোর দেওয়ারও চেষ্টা করে চালক৷ অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে গালিগালাজ, ধস্তাধস্তিরও অভিযোগ করেছেন তিনি৷ সেই সময় অভিনেত্রীর ফোন পেয়ে তার বাবা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন বলে লিখেছেন স্বস্তিকা৷
তবে শুটিংয়ে শুরু হওয়ার তাড়া থাকায় সোজা স্টুডিও চলে যান স্বস্তিকা৷ শুটিং সেরেই তিলজলা থানায় গিয়ে অভিযোগ জানান তিনি৷ ফেসবুকে চালকের নাম ও ফোন নম্বরও পোস্ট করেছেন তিনি৷
কিছুদিন আগেই রাতের কলকাতায় হেনস্থা হয়েছিলেন অভিনেত্রী উষসী সেনগুপ্ত৷ অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন অভিনেতা জিতু কমলও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: App Cab, Harrassment, Swastik Dutta