corona virus btn
corona virus btn
Loading

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান

ICU-তে ভর্তি ছিলেন তিনি

  • Share this:

#কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নুসরত। দীর্ঘদিন ধরেই হাঁপানির সমস্যা রয়েছে অভিনেত্রীর৷ সেই সমস্যা বেড়ে যাওয়াতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়, ICU-তে ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ রবিবার স্বামী নিখিলের জন্মদিন ছিল ৷ পার্টিতেই অসুস্থবোধ করতে থাকেন নুসরত৷ গভীর রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়  ৷ রাতেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ নুসরতের পরিবারের তরফে দাবি করা হয়, ওষুধের ওভারডোজেই অসুস্থ হয়ে পড়েছেন নুসরত ৷ তবে এই নিয়ে কানাঘুষা নানারকম কথা উঠতে শুরু করে ৷ কী এমন ওষুধ যাঁর ওভারডোজে এতটা অসুস্থ হয়ে পড়লেন তিনি? কী করেই বা এত বেশি ওষুধ খেয়ে ফেললেন?

তার উপর গতকাল ছিল স্বামী নিখিলের জন্মদিন ৷ হাবির বার্থ ডে জমিয়ে সেলিব্রেট করেছেন নুসরত ৷ বন্ধুবান্ধবের সঙ্গে পার্টিও করেছেন  ৷ আবার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেও ভোলেননি ৷ ক্যাপশনে লিখেছেন, '' হ্যাপি বার্থ ডে হ্যাপিলিসিয়াস লিখিল জৈন...আমার পৃথিবী তোমার থেকেই শুরু, তোমার কাছেই শেষ...৷''

First published: November 18, 2019, 8:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर