#কলকাতা:যোধপুর পার্কে মডেল অভিনেত্রী দেবদত্তা বন্দোপাধ্যায় ওরফে আরিয়ার মৃত্যুতে প্রমান মিলল অসংলগ্ন জীবনের। অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু রহস্যের সমাধান হল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত মদ্যপানের জেরেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। নাক, মুখ ও ঠোঁটে আঘাত চিহ্নের মূল কারণ বিছানা থেকে পড়ে গিয়েছিলেন তিনি। এছাড়াও কিডনি, লিভার ও হৃদযন্ত্রের সমস্যা ছিল। যদিও অভিনেত্রীর দেহ উদ্ধারের পরেই উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস। পুলিশ দেবদত্তার ঘর থেকে উদ্ধার করে অনেক প্রেসক্রিপশন। সেখানে লিভার ও কিডনির সমস্যার বিভিন্ন ঔষুধের কথা লেখা আছে। অর্ধেক গ্লাস মদের সঙ্গে মধু মেশানো ছিল তাও নজরে আসে গোয়েন্দাদের। অনুমান মধু দিয়েই মদ্যপান করতেন অভিনেত্রী ও মডেল।
ঘর থেকে উদ্ধার হয় দুটি দামি মোবাইল ফোন, সেই ফোনে কি আছে তাও দেখতে চায় তদন্তকারী অফিসার। পুলিশের অনুমান, অভিনেত্রী মদ্যপান করে বমি হওয়ার পরেই অন্য ঘরে চলে আসেন। একটি ঘর থেকে উদ্ধার হয় একটি বোর্ড। সেই বোর্ডের বিভিন্ন কথা লেখা থাকলেও কি এবং কেন জানতে চায় পুলিশ। তার কোন এক বন্ধুর জন্য একটি কার্ড ও নজরে আসে গোয়েন্দাদের। বিভিন্ন চিকিৎসকদের প্রেসক্রিপশনের সূত্র ধরে চিকিৎসকদের থেকে তার শারীরিক অসুস্থতা কথা জানতে চায় পুলিশ। অভিনেত্রীর চিকিৎসক অম্লান বন্দোপাধ্যায় জানান, মাত্র দুইবার দেবদত্তা এলেও শারিরীক অসুস্থতা কথা ভালোভাবেই বোঝা যায় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। স্কিনের সমস্যা ছিল দেবদত্তার, সেটা স্পষ্ট ভাবো বোঝাও যায়। চিকিৎসকের অনুমান অভিনেত্রীর স্কিনের সমস্যার কারণে মানসিক অবসাদের কথা উড়িয়ে দেওয়া যায় না। এদিকে আরিয়ার একমাত্র সঙ্গী জাম্বু এখন হোমে। মৃত্যুর পরেই বাইপাস লাগোয়া মুকুন্দপুরে একটি হোমে বেশ আছে দুই বছরের পোষ্যটি।
SUSOBHAN BHATTACHARYA