হোম /খবর /কলকাতা /
ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা, সিগন্যাল ভেঙে গাড়ি মারল সজোরে ধাক্কা, মৃত্যু

ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে বাড়ি ফিরছিলেন মা, সিগন্যাল ভেঙে গাড়ি মারল সজোরে ধাক্কা, চরম ক্ষতি

Accidental death of woman near chingrihata

Accidental death of woman near chingrihata

ছেলের চাকরির পরীক্ষার জন্য ছেলেকে নিয়ে কলকাতায় এসেছিলেন খুকু গায়েন। বেপরোয়া গাড়ি কেড়ে নিল জীবন

  • Share this:

#কলকাতা: বৃহস্পতিবার চিংড়িহাটার মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় মৃত্যু হয়েছে খুকু গায়েন নামে এক মহিলার। আজ দুপুরে এন আর এস হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হলো। গোটা ঘটনা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না তার পরিজনেরা। পরিবার সূত্রে দাবি মৃতা খুকু গায়েন তার ছেলে সন্দীপ গায়েনকে সঙ্গে নিয়ে কলকাতা এসেছিলেন সন্দীপের একটি পরীক্ষার জন্য।

বৃহস্পতিবার সকালে সল্টলেক সেক্টর ফাইভে চাকরির পরীক্ষায় বসেন সন্দীপ। পরীক্ষা মিটে যাওয়ার পরে মাকে সঙ্গে নিয়ে সেক্টর ফাইভ থেকেই ফিরছিলেন সন্দীপ। পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা খুকু গায়েন এবং তার ছেলে চিংড়িহাটা মোড়ে সমস্ত ট্রাফিক নিয়ম মেনে নির্দিষ্ট জায়গা দিয়েই রাস্তা পার হচ্ছিলেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সেই সময় মাত্রাতিরিক্ত গতিতে একটি গাড়ি সিগন্যাল ভেঙে ছুটে আসায়, গাড়িটির সামনে পড়ে যান খুকুদেবী।

আরও পড়ুন -  ব্যাভিচারের নানা সাজা নানা দেশে, তবে চিনে স্ত্রী নিজের হাতে ব্যভিচারী স্বামীকে হত্যা করতেও পারে

দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে তার পাঁজরের হাড় পর্যন্ত ভেঙে যায় বলে খবর হাসপাতাল সূত্রে। গতকাল রাত ৮টা ৪০ নাগাদ মৃত্যু হয় খেজুরীর বাসিন্দা খুকু গায়েনের। শুক্রবার দুপুরে এনআরএস হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্তের পরই দেহ পরিবারের সঙ্গে খেজুরির উদ্দেশ্যে রওনা করা হয়। গতকালের দুর্ঘটনায় অল্প বিস্তার আহত হন সন্দীপও। সন্দীপকে এন আর এস হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন -  Diabetes Control Tips: দিনের এই সময় ব্যায়াম করলে ডায়াবেটিসের ঝুঁকি কমে, দেখা গেল নতুন গবেষণায়!

পুলিশের তরফে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ঘাতক গাড়িটির চালককে। পুলিশের তরফে প্রাথমিক অনুমান দুর্ঘটনার সময় গাড়ির চালক কোন শুকনো মাদকদ্রব্য সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশের তরফে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে খুকু গায়েনের জন্য ক্ষতিপূরণ বাবদ আড়াই লক্ষ টাকার চেক এবং আহত সন্দীপের জন্য ৫০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। তবে চাকরির পরীক্ষা দিতে এসে এরকম মর্মান্তিক মৃত্যু এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না খেজুরির  গায়েন পরিবার।

Sanhyik Ghosh
Published by:Debalina Datta
First published:

Tags: Accident, Death