• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • মিছিল-পাল্টা মিছিলে অশান্ত যাদবপুর

মিছিল-পাল্টা মিছিলে অশান্ত যাদবপুর

মিছিল ও পাল্টা মিছিলে অবরুদ্ধ যাদবপুর এলাকা ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে ক্রমশ উর্ধ্বমুখী উত্তেজনার পারদ ৷ বুধবার বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পড়ুয়াদের উপর আক্রমণ, জেএইউ ইস্যু এবং পোস্টার ছেঁড়ার প্রতিবাদে মিছিলে সামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ বামপন্থী সংগঠনের পতাকা হাতে মিছিলে যোগ দিয়েছেন ডিএসও-র পড়ুয়ারা ৷ দেশদ্রোহী স্লোগান ও পোস্টারের বিরুদ্ধে পাল্টা মিছিলে নেমেছে ABVP ৷ ABVP মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপির প্রথম সারির নেত্রীবৃন্দ ৷

মিছিল ও পাল্টা মিছিলে অবরুদ্ধ যাদবপুর এলাকা ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে ক্রমশ উর্ধ্বমুখী উত্তেজনার পারদ ৷ বুধবার বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পড়ুয়াদের উপর আক্রমণ, জেএইউ ইস্যু এবং পোস্টার ছেঁড়ার প্রতিবাদে মিছিলে সামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ বামপন্থী সংগঠনের পতাকা হাতে মিছিলে যোগ দিয়েছেন ডিএসও-র পড়ুয়ারা ৷ দেশদ্রোহী স্লোগান ও পোস্টারের বিরুদ্ধে পাল্টা মিছিলে নেমেছে ABVP ৷ ABVP মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপির প্রথম সারির নেত্রীবৃন্দ ৷

মিছিল ও পাল্টা মিছিলে অবরুদ্ধ যাদবপুর এলাকা ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে ক্রমশ উর্ধ্বমুখী উত্তেজনার পারদ ৷ বুধবার বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পড়ুয়াদের উপর আক্রমণ, জেএইউ ইস্যু এবং পোস্টার ছেঁড়ার প্রতিবাদে মিছিলে সামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ বামপন্থী সংগঠনের পতাকা হাতে মিছিলে যোগ দিয়েছেন ডিএসও-র পড়ুয়ারা ৷ দেশদ্রোহী স্লোগান ও পোস্টারের বিরুদ্ধে পাল্টা মিছিলে নেমেছে ABVP ৷ ABVP মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপির প্রথম সারির নেত্রীবৃন্দ ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: মিছিল ও পাল্টা মিছিলে অবরুদ্ধ যাদবপুর এলাকা ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে ক্রমশ উর্ধ্বমুখী উত্তেজনার পারদ ৷ বুধবার বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পড়ুয়াদের উপর আক্রমণ, জেএইউ ইস্যু এবং পোস্টার ছেঁড়ার প্রতিবাদে মিছিলে সামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ বামপন্থী সংগঠনের পতাকা হাতে মিছিলে যোগ দিয়েছেন ডিএসও-র পড়ুয়ারা ৷ দেশদ্রোহী স্লোগান ও পোস্টারের বিরুদ্ধে পাল্টা মিছিলে নেমেছে ABVP ৷ ABVP মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপির প্রথম সারির নেত্রীবৃন্দ ৷

  যাদবপুর থানার দু’দিক থেকে দু’পক্ষের মিছিল ৷ অশান্তি এড়াতে মানব বন্ধন গড়ে ABVP-এর মিছিল আটকায় পুলিশ ৷ বাধা পেয়ে যাদবপুর থানার সামনেই অবস্থানে বসেন রূপা গঙ্গোপাধ্যায় ও লকেট ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে ABVP-এর মিছিল এগোনোর চেষ্টা করলে অশান্তি শুরু হয় ৷ অন্যদিকে, যাদবপুরের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চার নম্বর গেটে জমায়েত করছেন ৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জমায়েতে উপস্থিত আছেন যাদবপুরের রেজিস্টার ও অধ্যাপকরা ৷ পুলিশি বাধায় হার মেনে যাদবপুর থেকে ফিরছে এবিভিপির মিছিল ৷ মিছিল ফিরতেই উল্লাসে মাতলেন যাদবপুরের পড়ুয়ারা ৷

  First published: