#কলকাতা: রবীন্দ্র সরোবরে ছট পূজা একটা আবেগ । মানুষের আবেগ রুখতে বল প্রয়োগ করবে না সরকার ।গ্রিন ট্রাইব্যুনালের রায়ের পর আদালতের দ্বারস্থ হচ্ছে সরকার । ইতিমধ্যেই আইনজ্ঞ দের সংগে পরামর্শ করা হচ্ছে বলে জানালেন ফিরহাদ হাকিম । তিনি বলেন , ‘রবীন্দ্র সরোবরের আশে পাশে পনেরোটি জলাশয় তৈরি করে দেওয়া হয় । এবার ও হবে । তারপরও কিছু মানুষ পারিবারিক ঐতিহ্য মেনে ঐখানেই যান পুজো সারতে । এই আবেগ টা বুঝতে হবে।’ গত বৃহস্পতিবার রবীন্দ্র সরোবরে ছট পূজায় বিধি নিষেধ আরোপ করে গ্রিন ট্রাইব্যুনাল। শুক্রবার সকাল থেকে কলকাতায় এই রায়ের বিরোধিতা করে বিক্ষোভ শুরু করে বিহারী সমাজের মানুষজন। এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘প্রয়োজনে আমরা এও জানিয়েছি , জলে ক্যানপি করে দেব। আলোগুলোকে নিচু করে দেব। মমতা ব্যানার্জির চেয়ে বড় প্রকৃতি প্রেমী কেউ নেই।’ কেএমডিএ সূত্রের খবর রবীন্দ্র সরোবরে গত বছরের সংঘর্ষ পূর্ন অভিজ্ঞতা ফেরাতে চায় না সরকার । সেক্ষেত্রে গ্রিন ট্রাইব্যুনালের রায় কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে ও দ্বারস্থ হতে পারে কেএমডিএ ।
SOURAV GUHA