হোম /খবর /কলকাতা /
মামা বাড়িতে গেলেন অভিষেক, দেখা করলেন দাদুর সঙ্গে, সারলেন জনসংযোগও

Abhishek Banerjee: মামা বাড়িতে গেলেন অভিষেক, দেখা করলেন দাদুর সঙ্গে, সারলেন জনসংযোগও

Abhishek Banerjee: মামা বাড়িতে গেলেন অভিষেক, দেখা করলেন দাদুর সঙ্গে, সারলেন জনসংযোগও

Abhishek Banerjee: মামা বাড়িতে গেলেন অভিষেক, দেখা করলেন দাদুর সঙ্গে, সারলেন জনসংযোগও

Abhishek Banerjee: গ্রামের সাধারণ মানুষের সঙ্গেও তিনি কথা বলেন৷ গ্রামের উন্নয়নের পরিস্থিতিও তিনি খতিয়ে দেখেন৷

  • Share this:

কুসুম্বা: তৃণমূলের জনসংযোগ যাত্রা পরিচালনার ফাঁকে মামাবাড়িতে ঘুরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার সন্ধ্যায় তিনি কুসুম্বায় তাঁর মামাবাড়িতে গিয়েছিলেন৷ সেখানে তিনি দেখা করেন মামাবাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে৷ কথাও বলেন কিছুক্ষণ৷ গ্রামের সাধারণ মানুষের সঙ্গেও তিনি কথা বলেন৷ গ্রামের উন্নয়নের পরিস্থিতিও তিনি খতিয়ে দেখেন৷

দেখা করার পর বেরিয়ে এসে তিনি বলেন, ‘‘দাদুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওঁর খুব শরীর খারাপ। অনেকদিন ধরেই আসবো, আসবো ভাবছিলাম। আমি দশ বছর বাদে এলাম। আগে যখন আসতাম ছোটবেলায় তখন রাস্তাঘাটের কী অবস্থা ছিল, আর এখন কি হয়েছে আপনারা দেখেছেন। সরকারের জনমুখী প্রকল্প সব জায়গায় পৌঁছাচ্ছে।’’

আরও পড়ুন: তিনশো টাকা কেজি, হাত দেওয়াই দায়! হঠাৎ কেন এতটা বেড়ে গেল আদার দাম?

আরও পড়ুন: খালি গলায় নেপালি যুবকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত! পাহাড়ি টানে কবিগুরুর গান মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়

পাশাপাশি এলাকা ঘুরে দেখেন তিনি৷ স্থানীয় স্কুল, রাস্তা ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখেন৷ তার পর বলেন, ‘‘ছোটবেলায় এখানে এসেছি। তখন কুসুম্বা স্কুলের যে অবস্থা ছিল আর এখন দেখুন কী রকম আছে।’’ এদিন রাত দশটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের কুসুম্বা

গ্রামে মুখ্যমন্ত্রীর মামার বাড়িতে এসে পৌঁছান। হঠাৎ করেই তিনি চলে আসেন। দাদুকে প্রয়োজনে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন আত্মীয় পরিজনদের। পরে অভিষেকের মামিমা পম্পা মুখোপাধ্যায় বলেন ‘উনি নিজে থেকেই খবর নিয়েছেন গ্রাম কেমন আছে, স্কুলগুলি কেমন আছে।” অভিষেক এদিন কুসুম্বা গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। কথা বলেন তাদের অভাব অভিযোগ নিয়েও৷

Published by:Uddalak B
First published:

Tags: Abhishek Banerjee