#কলকাতা: ২০২৪-এর যুদ্ধে বিরোধীদের একজোট করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বড় ভূমিকা নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২১ জুলাইয়ের মঞ্চেই সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছিল৷ আর সেই জল্পনায় সিলমোহর দিয়েই আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি যাচ্ছেন অভিষেক৷
২১ জুলাইয়ের কর্মসূচির পরই দিল্লি উড়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এমনতিই সংসদ চলছে৷ পাশাপাশি দিল্লিতে গিয়ে সংসদে দলের রণকৌশল নিয়েও তৃণমূল সাংসদদের সঙ্গে আলোচনা হয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের৷ আজ, শুক্রবারই দিল্লি থেকে ফিরছেন তিনি৷ শোনা যাচ্ছে, ফের সোমবার মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যাবেন অভিষেক। সংসদ চললেও মমতার সঙ্গে অভিষেকের দিল্লি যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ৷
২০২৪-এর আগে বিরোধীদের নিয়ে জাতীয় স্তরে যে সলতে পাকানোর কাজ শুরু হয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন অভিষেক। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে এসেই তিনি ঘোষণা করেছিলেন, ভিন রাজ্যেও এবার বিজেপি-র চোখে চোখ রেখে লড়বেন তাঁরা। তারই প্রস্তুতিতে জোর কদমে নেমে পড়েছেন তিনি৷ বাংলায় বড় সাফল্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শীর্ষ নেতৃত্বও অভিষেকের উপরে আরও বেশি করে ভরসা করছেন৷
অভিষেক বাংলা, ইংরেজি এবং হিন্দিতে সাবলীল৷ পরে সর্বভারতীয় স্তরে বিরোধী পক্ষের তরুণ প্রজন্মের নেতাদের সঙ্গে কথা বলে সেতু বন্ধনের কাজটা তিনি ভাল ভাবে করতে পারবেন বলেই মত রাজনৈতিক মহলের৷ আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মমতা বন্দোপাধ্যায়। এর পাশাপাশি বিরোধী শিবিরের একাধিক সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করবেন তৃণমূলনেত্রী৷ সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অভিষেক৷
মমতার উপস্থিতিতে আগামী সপ্তাহে জমজমাট থাকবে রাজধানীর রাজনীতি৷ মমতার সঙ্গে বিরোধী নেতাদের সাক্ষাৎ এবং যোগাযোগের ক্ষেত্রে অভিষেককেই দিদির দূতের ভূমিকায় দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷ ফলে বঙ্গ বিজয়ের পর জাতীয় স্তরে অভিষেকের অভিষেকের ঠিক পরেই মমতার সঙ্গে তাঁর এই সফরে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Mamata Banerjee