হোম /খবর /কলকাতা /
'যে রাজ্যে তৃণমূল পা রাখবে, ছিনিয়ে নেবে!' অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee throws challenge to Amit Shah: 'যে রাজ্যে তৃণমূল পা রাখবে, ছিনিয়ে নেবে!' অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

অভিষেকের ভাষণে ত্রিপুরার প্রসঙ্গ উঠবে তা প্রত্যাশিতই ছিল৷ কিন্তু অভিষেক এ দিন বুঝিয়ে দিলেন, শুধু ত্রিপুরা নয়, তৃণমূলের লক্ষ্য আরও বড় (Abhishek Banerjee throws challenge to Amit Shah)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: তৃণমূল যে রাজ্যে পা রাখবে, তা বিজেপি-র হাত থেকে ছিনিয়ে নিয়ে দেখাবে৷ সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে এ দিনও অভিষেক দাবি করেছেন, দেড় বছরের মধ্যে বিজেপি-র হাত থেকে ত্রিপুরা ছিনিয়ে নেবেন তাঁরা৷ পাশাপাশি, তাঁর হুঁশিয়ারি, ইডি- সিবিআই-এর ভয় দেখিয়ে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না৷

ত্রিপুরা নিয়ে বিজেপি-র সঙ্গে নতুন দ্বৈরথ শুরু হয়েছে তৃণমূলের৷ ইতিমধ্যেই বিজেপি- তৃণমূল সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার রাজনীতি৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে একাধিক বার ত্রিপুুরায় গিয়েছেন৷ ফলে এ দিন অভিষেকের ভাষণে ত্রিপুরার প্রসঙ্গ উঠবে তা প্রত্যাশিতই ছিল৷ কিন্তু অভিষেক এ দিন বুঝিয়ে দিলেন, শুধু ত্রিপুরা নয়, তৃণমূলের লক্ষ্য আরও বড়৷

এ দিন বক্তব্য রাখতে গিয়ে সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক৷ তিনি বলেন, 'ত্রিপুরার মানুষকে আমি বলতে চাই, আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত তৃণমূল আপনাদের স্বার্তে লড়াই করবে৷ বিজেপি-র যা ক্ষমতা আছে ওরা প্রয়োগ করুক৷ বিজেপি-র বুকের পাটা থাকলে তৃণমূলকে রুখে দেখাক৷ যদি ভেবে থাকেন ইডি, সিবিআই দেখিয়ে তৃণমূলকে ভয় দেখাবেন, তাহলে ভুল করবেন৷ আপনারা যত এসব করবেন তত আমরা দৃঢ়প্রতিজ্ঞ হব৷ নিজেদের লক্ষ্যে পৌঁছতে আরও অঙ্গীকারবদ্ধ হবে৷ যে রাজ্যে বিজেপি গণতন্ত্রকে হত্যা করেছে এবং সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে, সেই প্রত্যেকটি রাজ্যে গিয়ে তৃণমূল শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করবে৷ তা সে ত্রিপুরা হোক বা অসম৷ আমি বিজেপি-কে চ্যালেঞ্জ করছি, আপনাদের মনে হতে পারে ভয় দেখালে এরা চুপ করে যাবে৷ কিন্তু এটা বাংলার মাটি, প্রাণ গেলেও পিছিয়ে আসব না৷ যা পারেন করে নিন, তৃণমূল কংগ্রেস লড়বে৷ যে রাজ্যে তৃণমূল পা রাখবে, অমিত শাহকে চ্যালেঞ্জ করে বলছি সেই রাজ্য ছিনিয়ে নেবে৷ দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় ঢুকেছে, দেড় বছরের মধ্যে তৃণমূল ত্রিপুরায় সরকার গড়বে৷ দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার যাবে৷ ২০২৩-এর ফেব্রুয়ারি থেকে ত্রিপুরায় দাদাগিরি, মাতব্বরির বদলে কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য সাথী শুরু হবে৷ ' এ দিন কিছুটা অংশে হিন্দিতেও বক্তব্য রাখেন অভিষেক৷

ত্রিপুরারয় তৃণমূলের সংগঠন যে দ্রুত বাড়ছে তা বুঝিয়ে দিতে অভিষেক এ দিন বলেন, 'আজকে আগরতলায় মিছিল হয়েছে৷ মিছিলের মাথা কোথায় আর শেষ কোথায়, দেখে নেবেন৷ একমাসও হয়নি ত্রিপুরায় সংগঠন শুরু হয়েছে৷ মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ত্রিপুরায় পা রাখেননি৷ যেদিন যাবেন ত্রিপুরায় ভূমিকম্প হবে৷'

এ রাজ্যেও বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের গলায় বিজেপি নেতাদের উদ্দেশে এ ভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন৷ এ বার ত্রিপুরা সহ অন্যান্য রাজ্য নিয়েও একই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ তাঁর কথায়, 'ত্রিপুরায় সবে খেলা শুরু হয়েছে৷ আরও অনেক রাজ্যে খেলা শুরু হবে৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Abhishek Banerjee, Amit Shah, TMC, Tripura