কলকাতা: দিদির দূত কর্মসূচি নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বৈঠকেই সরব হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, "অনেকেই মনোযোগ দিয়ে এই কর্মসূচি করছেন না। পার্টিটা তো আপনাদেরও। কর্মসূচি মনোযোগ দিয়ে করলে পঞ্চায়েতে এর ভাল প্রভাব আপনারা পাবেন। আমি জানি কারা কারা এই কর্মসূচি মনোযোগ দিয়ে করছেন না। আমাদের কাছে সব রকম রিপোর্ট আসছে। আমরা কিন্তু সেই নেতাদের চিহ্নিত করছি।"
বৈঠকে এমনটাই বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। অপরদিকে, সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচনের আগের দিন ইদ্রিস আলী ও শেখ আখরুজ্জামান ট্রেনে বসে নিজেদের মধ্যে তৃণমূল কংগ্রেস নিয়ে সমালোচনা করছিলেন। সেই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এসে পৌঁছায়। তারপরই ইদ্রিস আলী ও শেখ আফরুজ্জামানকে এদিনের বৈঠকে বিশেষভাবে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি সম্পর্কে তোমরা কেন এরকম কথা বলবে? বৈঠকে এই দুই নেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: বিরাট বদল তৃণমূলে! নদিয়ার দায়িত্বে অরূপ, বাঁকুড়ায় মলয়! মমতার মাস্টারস্ট্রোক
এদিন অবশ্য বৈঠকে মমতা সাফ বলেন, ''আমরা একলাই চলব। আমি খুব শীঘ্রই বিভিন্ন রাজ্যে যাব। সেই রাজ্যগুলির আঞ্চলিক দলগুলির সঙ্গে কথা বলব। জাতীয় রাজনীতির কথা আপনাদের ভাবতে হবে না। আপনারা সংগঠনে মন দিন। অনেকেই বাড়িতে বসে থাকছেন। এটা মনে রাখবেন আমরা একলা চলো নীতিতেই লড়াই করব। বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।''
আরও পড়ুন: অনুব্রত অতীত? বীরভূম দেখবেন খোদ মমতা! বিরাট দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিমও
এদিন পঞ্চায়েত নিয়ে পুরোপুরি আলোচনা চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কথা বলেন অভিষেক বন্দোপাধ্যায়, সায়নী ঘোষ ও সুব্রত বক্সিরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Mamata Banerjee, TMC